০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একইসাথে একই পরিবারের পাঁচ জনের জানাজা সৈয়দপুরে

রফিকুল হাসান
  • আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার
  • / 29

জিশান আলি মিঞা, ডোমকল: দীর্ঘদিন পরে ঘরের ছেলে ঘরে ফিরবেন সেই আনন্দটা বিষাদে রূপান্তরিত হয়েছিল শুক্রবার কাকভোরে। কলকাতা থেকে মুর্শিদাবাদের বড়ঞার সৈয়দপুর গ্রামে ফেরার পথে বর্ধমানের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একই পরিবারের পাঁচ জনের। ওই পরিবারের ছ’জন এখনও চিকিৎসাধীন বর্ধমান মেডিক্যাল কলেজে। শুক্রবার সকালে সেই খবর সৈয়দপুর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। ময়নাতদন্তের পর শুক্রবার প্রায় মধ্য রাতে সৈয়দপুর গ্রামে পৌঁছায় রাসেদ সেখ(৬০), সোনালী খাতুন (১৯), সাহেনুর খাতুন (১৭), সায়ন সেখ (৬) ও আরিয়ান সেখ (৩) -এর নিথর মৃতদেহ। ওই রাতেও ফের গ্রামে গিয়ে মৃতদের পরিবারের লোকেদের সমবেদনা জানান স্থানীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 

শনিবার দুপুরে গ্রামের কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়। মৃত পাঁচ জনের জানাজায় অংশ নেন বহু মানুষ। এদিন দুর্ঘটনাগ্রস্থদের বাড়িতে যান বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি কথা বলে পরিবারের লোকেদের সমবেদনা জানান। 

আরও পড়ুন: মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ

একইসাথে একই পরিবারের পাঁচ জনের জানাজা সৈয়দপুরে

উল্লেখ্য, পরিবারের সদস্য কাওসার সেখ বৃহস্পতিবার রাতে মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে নামেন। তাকে বিমানবন্দর থেকে আনতে যান পরিবারের সদস্যরা। ফেরার পথে ঘটে মর্মান্তিক ওই দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাওসারের বাবা রাশেদ সেখ, ছেলে আরিয়ান, ভায়ের স্ত্রী সাহেনুর এবং ভাইপো সায়ন ও ভাগ্নি সোনালীর। ঘটনার পর থেকে শোকে মুহ্যমান গোটা পরিবার। শোকস্তব্ধ সৈয়দপুর গ্রামও। 

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

আরও পড়ুন: পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের, গুরুতর আহত ১

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একইসাথে একই পরিবারের পাঁচ জনের জানাজা সৈয়দপুরে

আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার

জিশান আলি মিঞা, ডোমকল: দীর্ঘদিন পরে ঘরের ছেলে ঘরে ফিরবেন সেই আনন্দটা বিষাদে রূপান্তরিত হয়েছিল শুক্রবার কাকভোরে। কলকাতা থেকে মুর্শিদাবাদের বড়ঞার সৈয়দপুর গ্রামে ফেরার পথে বর্ধমানের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একই পরিবারের পাঁচ জনের। ওই পরিবারের ছ’জন এখনও চিকিৎসাধীন বর্ধমান মেডিক্যাল কলেজে। শুক্রবার সকালে সেই খবর সৈয়দপুর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। ময়নাতদন্তের পর শুক্রবার প্রায় মধ্য রাতে সৈয়দপুর গ্রামে পৌঁছায় রাসেদ সেখ(৬০), সোনালী খাতুন (১৯), সাহেনুর খাতুন (১৭), সায়ন সেখ (৬) ও আরিয়ান সেখ (৩) -এর নিথর মৃতদেহ। ওই রাতেও ফের গ্রামে গিয়ে মৃতদের পরিবারের লোকেদের সমবেদনা জানান স্থানীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 

শনিবার দুপুরে গ্রামের কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়। মৃত পাঁচ জনের জানাজায় অংশ নেন বহু মানুষ। এদিন দুর্ঘটনাগ্রস্থদের বাড়িতে যান বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি কথা বলে পরিবারের লোকেদের সমবেদনা জানান। 

আরও পড়ুন: মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ

একইসাথে একই পরিবারের পাঁচ জনের জানাজা সৈয়দপুরে

উল্লেখ্য, পরিবারের সদস্য কাওসার সেখ বৃহস্পতিবার রাতে মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে নামেন। তাকে বিমানবন্দর থেকে আনতে যান পরিবারের সদস্যরা। ফেরার পথে ঘটে মর্মান্তিক ওই দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাওসারের বাবা রাশেদ সেখ, ছেলে আরিয়ান, ভায়ের স্ত্রী সাহেনুর এবং ভাইপো সায়ন ও ভাগ্নি সোনালীর। ঘটনার পর থেকে শোকে মুহ্যমান গোটা পরিবার। শোকস্তব্ধ সৈয়দপুর গ্রামও। 

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

আরও পড়ুন: পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের, গুরুতর আহত ১