পুবের কলম, ওয়েব ডেস্ক: ছত্তিশড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই মাওবাদী নেতার। দুই নেতার নাম হিডমা পোড়িয়াম (৩৪) এবং মুন্না মড়কম (২৫)। দু’জনের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা। মুখোমুখি সংঘর্ষ (এনকাউন্টার)-এর পর দু’জনের ডেরা থেকে বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। শনিবার পুলিশের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।
এই প্রসঙ্গে বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, শুক্রবার জেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জঙ্গলে জেলা রিজার্ভ গার্ডের একটি দলের সঙ্গে গোলগুলির লড়াই চল সেখানেই এই দুই নেতার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি .৩০৩ রাইফেল, একটি ১২-বোর বন্দুক, আট রাউন্ড গুলি, ব্যাটারি, কর্ডেক্স তার, স্ক্যানার সেট, মাওবাদী সাহিত্য এবং একাধিক সামগ্রী। এই বছর এখন পর্যন্ত ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে ২৪৩ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে, সাতটি জেলা নিয়ে গঠিত বাস্তার বিভাগে ২১৪ জনকে এবং রায়পুর বিভাগের অন্তর্গত গড়িয়াবন্দ জেলায় আরও ২৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দুর্গ বিভাগের মোহলা-মানপুর-আম্বাগড় চৌকি জেলায় আরও দুই মাওবাদী নিহত হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই দেশের কোনায় কোনায় বিশেষ করে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আবার অনেকেই স্বাভাবিক জীবন যাপনের ত্যাগিদে আত্মসমর্পণ করছেন।

































