আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj
- আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 360
পুবের কলম প্রতিবেদক: আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj । লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে দুর্দান্ত বোলিং (Fast bowler ) করার পুরস্কার পেলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম পেসার (Mohammed Siraj)মুহাম্মদ সিরাজ। আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।
টানটান উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। ম্যাচটিতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে তিনি বেশি বিধ্বংসী ছিলেন। এই ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ইনিংসের ৮৬তম ওভারে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। তার দুর্দান্ত বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ওভাল টেস্ট জিতে ভারত সিরিজ ২-২ সমতায় শেষ করে।
আগস্ট মাসের আইসিসির সেরা (ICC Player of the Month of August)খেলোয়াড় হওয়ার দৌড়ে সিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস। কিন্তু সিরাজের তাদের সব বিভাগে পিছনে ফেলে জয়ী হলেন। তাকে সেরা বানানোর পিছনে সম্ভবত ওভাল টেস্টে তাঁর শেষ দিনের পারফরম্যান্স সাহায্য করেছে। জয়ের জন্য হাতে ৪ উইকেট রেখে ৩৫ রান ইংল্যান্ডের দরকার ছিল।
সেখানে সিরাজ (Mohammed Siraj )একা নেন ৩ উইকেট। আইসিসির সেরা খেলোয়াড়ের সম্মান জিতে এদিন সিরাজ বলেন, ‘সত্যি বলতে আইসিসির মাসসেরা হওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি স্মরণীয় সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলে আমার অংশ নেওয়া সিরিজগুলির মধ্যে সেরা। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। এই পুরস্কার যতটা আমার, ততটা আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও। তারাই আমার সেরাটাও বের করে আনতে সাহায্য করেছিল।’










































