০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 360

File photo of Mohammed Siraj

পুবের কলম প্রতিবেদক:  আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj । লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে দুর্দান্ত বোলিং (Fast bowler ) করার পুরস্কার পেলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম পেসার (Mohammed Siraj)মুহাম্মদ সিরাজ। আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

 

আরও পড়ুন: বুমরাহ অনুপস্থিতি আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়: সিরাজ

টানটান উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। ম্যাচটিতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে তিনি বেশি বিধ্বংসী ছিলেন। এই ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ইনিংসের ৮৬তম ওভারে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। তার দুর্দান্ত বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ওভাল টেস্ট জিতে ভারত সিরিজ ২-২ সমতায় শেষ করে।

আরও পড়ুন: Filmmaker Anuparna Roy: ভেনিসে অন্নপূর্ণার পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা মমতার

আগস্ট মাসের আইসিসির সেরা (ICC Player of the Month of August)খেলোয়াড় হওয়ার দৌড়ে সিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস। কিন্তু সিরাজের তাদের সব বিভাগে পিছনে ফেলে জয়ী হলেন। তাকে সেরা বানানোর পিছনে সম্ভবত ওভাল টেস্টে তাঁর শেষ দিনের পারফরম্যান্স সাহায্য করেছে। জয়ের জন্য হাতে ৪ উইকেট রেখে ৩৫ রান ইংল্যান্ডের দরকার ছিল।

আরও পড়ুন: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা

 

সেখানে সিরাজ (Mohammed Siraj )একা নেন ৩ উইকেট। আইসিসির সেরা খেলোয়াড়ের সম্মান জিতে এদিন সিরাজ বলেন, ‘সত্যি বলতে আইসিসির মাসসেরা হওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি স্মরণীয় সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলে আমার অংশ নেওয়া সিরিজগুলির মধ্যে সেরা। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। এই পুরস্কার যতটা আমার, ততটা আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও। তারাই আমার সেরাটাও বের করে আনতে সাহায্য করেছিল।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj । লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে দুর্দান্ত বোলিং (Fast bowler ) করার পুরস্কার পেলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম পেসার (Mohammed Siraj)মুহাম্মদ সিরাজ। আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

 

আরও পড়ুন: বুমরাহ অনুপস্থিতি আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়: সিরাজ

টানটান উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। ম্যাচটিতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে তিনি বেশি বিধ্বংসী ছিলেন। এই ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ইনিংসের ৮৬তম ওভারে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। তার দুর্দান্ত বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ওভাল টেস্ট জিতে ভারত সিরিজ ২-২ সমতায় শেষ করে।

আরও পড়ুন: Filmmaker Anuparna Roy: ভেনিসে অন্নপূর্ণার পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা মমতার

আগস্ট মাসের আইসিসির সেরা (ICC Player of the Month of August)খেলোয়াড় হওয়ার দৌড়ে সিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস। কিন্তু সিরাজের তাদের সব বিভাগে পিছনে ফেলে জয়ী হলেন। তাকে সেরা বানানোর পিছনে সম্ভবত ওভাল টেস্টে তাঁর শেষ দিনের পারফরম্যান্স সাহায্য করেছে। জয়ের জন্য হাতে ৪ উইকেট রেখে ৩৫ রান ইংল্যান্ডের দরকার ছিল।

আরও পড়ুন: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা

 

সেখানে সিরাজ (Mohammed Siraj )একা নেন ৩ উইকেট। আইসিসির সেরা খেলোয়াড়ের সম্মান জিতে এদিন সিরাজ বলেন, ‘সত্যি বলতে আইসিসির মাসসেরা হওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি স্মরণীয় সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলে আমার অংশ নেওয়া সিরিজগুলির মধ্যে সেরা। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। এই পুরস্কার যতটা আমার, ততটা আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও। তারাই আমার সেরাটাও বের করে আনতে সাহায্য করেছিল।’