দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র
- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 319
পুবের কলম, ওয়েব ডেস্ক: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। শুক্রবার তিনি বলেন, ‘সোরোস ফাউন্ডেশনের টাকায় দেশকে ভাঙতে চান রাহুল। তিনি গৃহযুদ্ধ লাগাতে চাইছেন।’
বৃহস্পতিবার রাহুল গান্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দেশের যুব, দেশের ছাত্রছাত্রী, দেশের Gen Z, সংবিধানকে বাঁচাবে, লোকতন্ত্রকে রক্ষা করবে আর ভোটচুরি বন্ধ করবে৷ আমি ওঁদের পাশে সবসময় রয়েছি৷ জয় হিন্দ৷’ যা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে বিজেপি নেতৃত্ব। ফলস্বরূপ এহেন বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, যুব সমাজ দেশ থেকে পরিবারতন্ত্রকে খুব ভালো করে অবসান ঘটিয়েছে।
রাহুল গান্ধি জেন- জি প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন , সংবিধান রক্ষা করতে, ভোট চুরি বন্ধ করতে আমাদের একত্রে লড়তে হবে। আমি সর্বদা দেশের যুবসমাজ, ছাত্র- ছাত্রী ইত্যাদিদের পাশে রয়েছি, আছি, থাকব। সংশ্লিষ্ট পোস্টের ‘Gen Z’ শব্দবন্ধটাই বিতর্কের কেন্দ্রবিন্দু। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও নেপালে উক্ত প্রজন্মের কারণেই স্বৈরাচার সরকারের পতন হয়ে, সংশ্লিষ্ট দেশগুলোতে অন্তর্বতী সরকারের মাধ্যমে পরিচালনা হচ্ছে। সম্প্রতি পড়শি দেশ নেপালে Gen Z-র বিক্ষোভে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সে দেশের সরকার৷ এসেছে Gen Z-র পছন্দের অন্তর্বর্তী সরকার৷ বাংলাদেশেও যুব বিক্ষোভের গদি হারাতে হয়েছিল শেখ হাসিনাকে৷ বিজেপির দাবি, সেই কথা টেনেই আসলে ‘উস্কানি’ দিতে চাইছেন রাহুল৷ আর গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।





















































