গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 464
পুবের কলম,ওয়েবডেস্ক: গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চিন (China urges comprehensive ceasefire in Gaza) । শুক্রবার বেইজিংয়ে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা। এজন্য প্রভাবশালী দেশ, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ও মানবিক সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
ওয়াং ই জোর দিয়ে জানান, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, যা যুদ্ধ-পরবর্তী শাসন কাঠামোয় সম্মানিত ও সুরক্ষিত থাকতে হবে। তিনি ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রসংঘ সদস্যপদ দেওয়ার আহ্বান জানান এবং দুই রাষ্ট্র সমাধানের পথে যেকোনো একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান করেন। চিন স্পষ্ট জানায়, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হওয়ার অধিকার যেমন অস্বীকার করা যায় না, তেমনি ইসরাইলের’ও অস্তিত্বের অধিকার রয়েছে। ইসরাইলি ও আরব—উভয়ের জীবন সমানভাবে মূল্যবান,” মন্তব্য করেন ওয়াং ই। চিনের ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে।

















































