মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 367
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই তাঁর বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন ওয়াশিংটন ডিসিতে থাকা তাঁর বন্ধু Donald Trump। রবিবার এই বলে নিজের এক্স হ্যাণ্ডেলে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ। জয়রাম লিখেছেন, প্রেসিডেন্ট Donald Trump ফের দাবি করেছেন যে, তিনি বাণিজ্য চুক্তির কথা বলে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছিলেন।
এই নিয়ে ট্রাম্প ৪২ বার অপারেশন সিঁদুর বন্ধের দাবি করলেন। এই দাবি ট্রাম্প শুধু নিজের দেশেই করেন নি, ব্রিটেন, সওদি আরব এবং কাতারে গিয়েও একই দাবি করেছেন। জয়রাম লিখেছেন, ভাষণ যখন দেবেনই প্রধানমন্ত্রী, তখন তিনি যেন অপারেশন সিঁদুর বন্ধের ট্রাম্পের উপর্যুপরি দাবি নিয়েও কিছু বলেন, ভারতীয়দের এইচ আই বি ভিসার ফি ১১ গুণ যে বাড়িয়েছে আমেরিকা তা নিয়েও কিছু বলুন, তাছাড়া আমেরিকার বাড়তি শুল্কের জেরে ভারতের কত কোটি কৃষক এবং শ্রমিক প্রভাবিত হয়ে কাজ হারিয়েছেন সেকথাও যেন বলেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
জয়রামের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি ভাষণে ট্রাম্পের এই দাবি নিয়ে কিছু বলবেন? ভারত-আমেরিকার সম্পর্ক যে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে তা নিয়ে কিছু বলবেন (Will PM Modi address Trump’s India-Pakistan ceasefire claims)? মার্কিন ভিসার ফি বাড়ানোয় যে হাজার হাজার ভারতীয়ের ক্ষতি হল তা নিয়ে কিছু বলবেন? আমেরিকার বাড়তি শুল্কে ক্ষতিগ্রস্ত কোটি কোটি ভারতীয়কে কোনও আশ্বাস দেবেন? না, আমরা যা আগেই জেনে গিয়েছি যে, জিএসটির হার কোথায় কত কমেছে এবং আগামীকাল থেকে তা কার্যকর হচ্ছে, তা নিয়ে অসার ভাষণ দেবেন?
আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতাদের আয়োজিত নৈশভোজের আসরে ট্রাম্প ফের যেমন অপারেশন সিঁদুর বন্ধের দাবি করেছেন, তেমনই সাতটি যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করে তিনি নোবেল শান্তি পুরস্কারও চেয়েছেন। অন্যদিকে সোমবার থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আবার জিএসটির হার কমছে সোমবার থেকেই। সেই উপলক্ষে রবিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

















































