Breaking: ৬ এবং ১১ নভেম্বর দু’দফায় বিধানসভা ভোট হবে বিহারে: নির্বাচন কমিশন

- আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
- / 116
পুবের কলম ওয়েবডেস্ক: ৬ এবং ১১ নভেম্বর দু’দফায় বিধানসভা ভোট হবে বিহারে এবং গণনা-ফল প্রকাশ হেব ১৪ তারিখ। সোমবার জানিয়ে দিল নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে বিহারের ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন।
দু’দফায় নির্বাচন শেষ হবে ১১ নভেম্বর, এবং ফল ঘোষণা ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর। পাশাপাশি বিহারে গত কয়েক মাস ধরে চলতে থাকা SIR বা বিশেষ নিবিড় সংশোধনীর ভূয়সী প্রশংসা করেন কমিশনার।
#WATCH | Delhi | On Bihar poll dates, Bihar Governor Arif Mohammad Khan says, “Elections will be held peacefully. Our country is the world’s biggest democracy and elections will conclude peacefully… SIR issue has been resolved. You should not create issues out of non-issues…… pic.twitter.com/66hLk3rU2r
— ANI (@ANI) October 6, 2025
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে মনোনয়ন জমার শেষ তারিখ ২০ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।