বিহারে প্রতিটি পরিবারে সরকারি চাকরি, নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 176
পুবের কলম ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, বিহারের প্রতিটি পরিবারে একজন করে সরকারি চাকরিজীবী থাকবে। তেজস্বীর দাবি, সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং ২০ মাসের মধ্যে বাস্তবায়ন সম্পূর্ণ হবে।
বিজেপি ও জেডিইউ সরকারকে কটাক্ষ করে তেজস্বী বলেন, “দীর্ঘ ২০ বছর ধরে তারা বেকারত্ব দূর করার কোনো উদ্যোগ নেয়নি। বরং ভাতার রাজনীতি করছে।” তিনি স্পষ্ট জানান, এই প্রতিশ্রুতি কোনো জুমলা নয়; বরং বিহারের প্রতিটি পরিবারকে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা দিতে চান তারা।
আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় হবে বিহার বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ ১৪ নভেম্বর। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরজেডি।