উন্নতির পথে ভারত-আফগান কূটনৈতিক সম্পর্ক
কাবুলে ফের খুলছে ভারতীয় দূতাবাস, দু’দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে ঘোষণা জয়শঙ্করের

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 201
পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানের সঙ্গে ভারতের আবার সুসম্পর্ক তৈরি হচ্ছে। আর এই সম্পর্কেরই প্রথম ধাপ হিসাবে আফগানিস্তানের সঙ্গে পুনরায় সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালু করছে ভারত। তালিবানের হাতে আফগানিস্তান দখল হয়ে যাওয়ার পর সেখানে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। কাবুল দূতাবাস পুনরায় চালু করবে ভারত। শুক্রবার আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পরে এই ঘোষণা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, টেকনিক্যাল মিশনকেই পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় দূতাবাসে উন্নীত করা হবে।
বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এক সপ্তাহ থাকবেন। তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পরে এই প্রথম সে দেশের নতুন সরকারের বড় কোনও নেতা ভারত সফরে এসেছেন। শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেন তাঁর সঙ্গে। সেখানেই দূতাবাস চালু করার কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
তালিবান সরকারকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। ২০২১ সাল থেকে অর্থাৎ তালিবানরা ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় দূতাবাস। তবে গত কয়েক মাসে সম্পর্কে ঘনিষ্ঠতা বেড়েছে। এর মধ্যে রাজধানী কাবুলে ফের পুরোদমে দূতাবাস চালু করার বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের স্টেটাসে আপগ্রেড করছি…ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, সীমান্তগত অখণ্ডতা ও স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।” তবে নয়াদিল্লির এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।