তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 136
পুবের কলম, ওয়েবডেস্ক: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। তন্ত্রমন্ত্রের দ্বারা সব অসুখ সারিয়ে দেওয়া হবে। নাবালিকার পরিবারকে এমনটাই আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত ধর্মগুরু। তারপরই চিকিৎসার নামে অসুস্থ নাবালিকাকে যৌন হেনস্তা করেন স্বঘোষিত ধর্মগুরু। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। ইতিমধ্যে ধর্মগুরুর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধর্মগুরুকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ত্রমন্ত্রের দ্বারা সব অসুখ সারিয়ে দেওয়া হবে। নাবালিকার পরিবারকে ধর্মগুরু জানায়, পুরোপুরি সুস্থ করতে গেলে মেয়েটির সঙ্গে একান্তে কিছু রীতি পালনের প্রয়োজন রয়েছে। এরপর মেয়েটিকে নিয়ে একটি ঘরে ঢুকে যান ওই ধর্মগুরু। অভিযোগ, সেখানেই নাবালিকার যৌন হেনস্তা করে ওই ধর্মগুরু।
নাবালিকার পরিবারের অভিযোগ, যৌন হেনস্তার পর নাবালিকাকে হুমকি দেওয়া হয়। এমনকি ধর্মগুরু জানায়, এই ঘটনার কথা কাউকে না জানালে অসুখ সারবে না। আমরা সম্মানের কথা ভেবে কিছু করিনি। তবে মেয়ের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে পুলিশে অভিযোগ দায়ের করি।
পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গত মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।