প্রস্তুতকারকরা তাদের পণ্যে ওআরএস তকমা ব্যবহার করতে পারবে না: সাফ জানাল FSSAI

- আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 140
পুবের কলম, ওয়েবডেস্ক: ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি কোনভাবেই তাদের পণ্যে ওআরএস তকমা ব্যবহার করতে পারবে না বলে সাফ জানিয়ে দিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। মঙ্গলবার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, এখন থেকে কোনও প্রস্তুতকারক বা ব্র্যান্ড তাদের পণ্যে ওআরএস তকমা ব্যবহার করতে পারবে না। যদি পণ্যটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজ়েশন (হু) দ্বারা অনুমোদিত হয়, তা হলেই তাতে ওআরএস ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, এর আগে, ব্র্যান্ড নামের আগে বা পরে ওআরএস শব্দটি ব্যবহার করার কথা জানানো হয়েছিল। শিশু বিশেষজ্ঞ ডাঃ সিভারাঞ্জনী সন্তোষ লিখেছেন, ‘হু অনুমোদিত ফর্মুলা না থাকলে আজ থেকে কেউ তাদের লেবেলে ওআরএস ব্যবহার করতে পারবে না। কেউ তা বিক্রিও করতে পারবে না।’
আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, জলে লবণ এবং চিনির একটি মিশ্রণ তৈরি করে খাওয়া হয়। সেটাই হলো ওআরএস। ডায়ারিয়া, হিট স্ট্রোক বা অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে অনেক সময়েই শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়। সেই সময়ে শরীর ডিহাইড্রেশন হয়ে যায়। সেই সময়ে ওআরএস খেলে শরীরে জলের শূন্যতা পূরণ হয়। উল্লেখ্য, এর আগের এক নির্দেশিকায় ব্র্যান্ড নামের আগে বা পরে ওআরএস শব্দটি ব্যবহার করার কথা জানানো হয়েছিল। এতদিন অনেক ব্র্যান্ড বিভিন্ন ফলের রসের তৈরি পানীয়, নন-কার্বনেটেড পানীয় এবং রেডি-টু-ড্রিঙ্ক পানীয়-সহ অনেক পণ্যে ওআরএস শব্দটি ব্যবহার করত। তবে এখন থেকে আর সেটি ব্যবহার করা যাবে না বলে সাফ জানাল এফএসএসএআই।