গুজরাত মন্ত্রিসভা চার নতুন মুখ, উপমুখ্যমন্ত্রীর পদে সংখ্যালঘু সাংভি

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 255
পুবের কলম, ওয়েবডেস্ক: গোটা মন্ত্রিসভার গণইস্তফার পর শুক্রবার ঢেলে সাজানো হল গুজরাটের মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভায় চমক হিসেবে রিভাবা জাদেজা অর্থাৎ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রীকে জায়গা দেওয়া হয়েছে। এছাড়াও ‘সংখ্যালঘু’ হর্ষ সাংভিকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে।
শুক্রবার সকালে গুজরাট বিজেপির তরফ থেকে নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, রুশিকেশ প্যাটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, রিভাবা জাদেজা, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাঙ্ঘভি এবং কানুভাই দেশাইদের মতো নাম। তবে এই মন্ত্রিসভায় অনেকেই এমন রয়েছেন যাঁরা আগেও গুজরাটের মন্ত্রিত্ব সামলেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার হটাৎ ইস্তফা দেয় গুজরাট সরকারের গোটা মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রী পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয় সমস্ত মন্ত্রীরা। সূত্রের খবর, গুজরাটের ক্যাবিনেট নতুন করে সাজাতে এমন পদক্ষেপ নেয় গেরুয়া শিবির। প্রসঙ্গত, এতদিন মুখ্যমন্ত্রীকে নিয়ে মোট ১৭ জনের ক্যাবিনেট ছিল গুজরাটে। তার মধ্যে ৮ জন ছিলেন ক্যাবিনেট মন্ত্রী। রাজ্যের বিধানসভার সদস্য সংস্থা ১৮২ জন। সেই সংখ্যার নিরিখে ২৭ জন পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন মন্ত্রিসভায়।