‘সনাতনিদের শত্রু’ অখিলেশ: দীপোৎসব নিয়ে মুখ খোলায় সপা সুপ্রিমোকে আক্রমণ গিরিরাজের

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 126
পুবের কলম, ওয়েবডেস্ক: সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব ‘সনাতনিদের শত্রু’ বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। অযোধ্যা দীপোৎসবের বার্ষিক অনুষ্ঠানে প্রদীপ জ্বালানো নিয়ে সপা প্রধানের মন্তব্যের পরই অখিলেশকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পদ্ম সাংসদ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “তিনি (অখিলেশ) সনাতনি ও হিন্দুদের শত্রু। দীপাবলি নিয়ে তাঁর সমস্যা আছে, কিন্তু ক্রিসমাস নিয়ে নয়।”
দীপাবলিতে অযোধ্যায় ‘দীপোৎসব’। সরযূ নদীর তীরে জ্বলে ২৬ লক্ষ মাটির প্রদীপ। এই উৎসবের আয়োজনে কোনও খামতি রাখেননি উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। কিন্তু এরই মধ্যে সরকারের এই উদ্যোগকে তোপ দাগেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। দীপাবলিতে অযোধ্যায় প্রদীপ জ্বালানো নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। অখিলেশ বলেন, ‘কেন প্রদীপ, মোমবাতি, ল্যাম্পে আমাদের এত টাকা খরচ করতে হবে? আমরা এই সরকারের থেকে আর কী বা প্রত্যাশা করতে পারি। বর্তমান সরকারকে সরানোর প্রয়োজনীয়তা রয়েছে।’
সপা সুপ্রিমোর এই মন্তব্যের পরই মাঠে নামে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং অখিলেশকে তোপ দেগে বলেন, তিনি “মৌলবাদীদের” ভোটের প্রতি ভালবাসায় এতটাই অন্ধ হয়ে গেছেন যে তিনি নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন।
অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধানের বক্তব্য নিয়ে অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা রশিদ আলভি। তিনিও যোগী সরকারকে তোপ দেগে বলেছেন, “দেশটা ধর্মনিরপেক্ষ। এটি এখনো হিন্দু রাষ্ট্রে পরিণত হয়নি। কোনো সরকারই ধর্মীয় বিষয়ে জনগণের অর্থ ব্যয় করতে পারে না। সরকারি টাকা দিয়ে প্রদীপ কিংবা মোমবাতি কেনা যাবে না। উত্তরপ্রদেশ সরকার দাবি করেছে, যে তারা ১ লক্ষ ৫০ হাজার প্রদীপ জ্বালিয়েছে। টাকা আসছে কোথা থেকে? এই অর্থ জনসাধারণের, এবং সংবিধান এই জাতীয় উদ্দেশ্যে এর ব্যবহার নিষিদ্ধ করেছে।”