০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে ‘মিথ্যা ও অবমাননাকর’ মন্তব্য করছেন নবাব মালিক, ফের অভিযোগ দায়ের সমীর ওয়াংখেড়ের বাবার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার মহারাষ্ট্রে মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে ‘মিথ্যা ও অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ দায়ের করলেন এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে । তাঁর পরিবার ও সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে জাতি নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে ফের মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এই রিপোর্ট সামনে আসে।

সোমবার ধ্যানদেব ওয়াংখেড়ে ওশিয়াড়া বিভাগের সহকারি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে তিনি দাবি করেন এসসি/এসটি আইনের অধীনে মন্ত্রী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হোক।

অভিযোগ নামায় জানানো হয়েছে, এনসিপি নেতা নবাব মালিক বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে তার ও তার পরিবারের সদস্যের পাশাপাশি জাতিবর্ণের বিরুদ্ধে ‘মিথ্যা ও অবমাননাকর’ মন্তব্য করে চলেছেন।

ধ্যানদেব ওয়াংখেড়ে আরও জানিয়েছেন, তাদের পরিবার মাহার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যা তফশিলি জাতি বিভাগের অধীনে আসে। তিনি দাবি করেছেন, যে মন্ত্রীর বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং ৫০৩ (অপরাধমূলক ভয় দেখানো) সহ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারাগুলির বিধানের অধীনে এফআইআর নথিভুক্ত করা হোক। সমীর ওয়াংখেড়ের বাবার আরও অভিযোগ,  মন্ত্রী তার ব্যক্তিগত ক্ষোভ, স্বার্থ চরিতার্থ করা জন্য, তার মেয়ে ইয়াসমিনকে অনলাইনে “স্টকিং” করছেন।  অবৈধভাবে তার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট যেমন Instagram, Facebook ইত্যাদি থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা হয়েছে। ধ্যানদেব ওয়াংখেড়ে আরও বলেন, মন্ত্রী তার মেয়ে এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মালদ্বীপে থাকাকালীন তোলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।

প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ে বাবার আরও অভিযোগ মালিকের জামাই চসমীর খান মাদক কাণ্ডে গ্রেফতার হন গত জানুয়ারিতে। জামিন হয় সেপ্টেম্বরে। এই ঘটনায় প্রায় সাজার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল মন্ত্রীর জামাই। কিন্তু সেই তদন্তের গতি থামাতেই মন্ত্রী এই ধরনের অবৈধ কৌশল ব্যবহার করছেন।

মন্ত্রী তার প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে এই সমীর ও  তার পরিবারের বিরুদ্ধে এই ধরনের অবৈধ অভিযোগ আনছেন। যার কোনও প্রমাণ নেই, সমস্তটাই ভিত্তিহীন। পুলিশের সহকারি কমিশনারের এক আধিকারিক নিশ্চিত করেছেন যে, তারা ধ্যানদেব ওয়াংখেড়ের অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রসঙ্গত, এর আগেও এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে এনসিপি  নেতা তথা  মহারাষ্ট্রের মন্ত্রী  নবাব  মালিকের  বিরুদ্ধে ১.২৫ কোটি  টাকার দাবি  জানিয়ে  মামলা করেন। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে ‘মিথ্যা ও অবমাননাকর’ মন্তব্য করছেন নবাব মালিক, ফের অভিযোগ দায়ের সমীর ওয়াংখেড়ের বাবার

আপডেট : ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার মহারাষ্ট্রে মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে ‘মিথ্যা ও অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ দায়ের করলেন এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে । তাঁর পরিবার ও সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে জাতি নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে ফের মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এই রিপোর্ট সামনে আসে।

সোমবার ধ্যানদেব ওয়াংখেড়ে ওশিয়াড়া বিভাগের সহকারি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে তিনি দাবি করেন এসসি/এসটি আইনের অধীনে মন্ত্রী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হোক।

অভিযোগ নামায় জানানো হয়েছে, এনসিপি নেতা নবাব মালিক বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে তার ও তার পরিবারের সদস্যের পাশাপাশি জাতিবর্ণের বিরুদ্ধে ‘মিথ্যা ও অবমাননাকর’ মন্তব্য করে চলেছেন।

ধ্যানদেব ওয়াংখেড়ে আরও জানিয়েছেন, তাদের পরিবার মাহার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যা তফশিলি জাতি বিভাগের অধীনে আসে। তিনি দাবি করেছেন, যে মন্ত্রীর বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং ৫০৩ (অপরাধমূলক ভয় দেখানো) সহ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারাগুলির বিধানের অধীনে এফআইআর নথিভুক্ত করা হোক। সমীর ওয়াংখেড়ের বাবার আরও অভিযোগ,  মন্ত্রী তার ব্যক্তিগত ক্ষোভ, স্বার্থ চরিতার্থ করা জন্য, তার মেয়ে ইয়াসমিনকে অনলাইনে “স্টকিং” করছেন।  অবৈধভাবে তার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট যেমন Instagram, Facebook ইত্যাদি থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা হয়েছে। ধ্যানদেব ওয়াংখেড়ে আরও বলেন, মন্ত্রী তার মেয়ে এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মালদ্বীপে থাকাকালীন তোলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।

প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ে বাবার আরও অভিযোগ মালিকের জামাই চসমীর খান মাদক কাণ্ডে গ্রেফতার হন গত জানুয়ারিতে। জামিন হয় সেপ্টেম্বরে। এই ঘটনায় প্রায় সাজার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল মন্ত্রীর জামাই। কিন্তু সেই তদন্তের গতি থামাতেই মন্ত্রী এই ধরনের অবৈধ কৌশল ব্যবহার করছেন।

মন্ত্রী তার প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে এই সমীর ও  তার পরিবারের বিরুদ্ধে এই ধরনের অবৈধ অভিযোগ আনছেন। যার কোনও প্রমাণ নেই, সমস্তটাই ভিত্তিহীন। পুলিশের সহকারি কমিশনারের এক আধিকারিক নিশ্চিত করেছেন যে, তারা ধ্যানদেব ওয়াংখেড়ের অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রসঙ্গত, এর আগেও এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে এনসিপি  নেতা তথা  মহারাষ্ট্রের মন্ত্রী  নবাব  মালিকের  বিরুদ্ধে ১.২৫ কোটি  টাকার দাবি  জানিয়ে  মামলা করেন।