আবেদন শুরু, ৩১ ডিসেম্বর থেকে নেট

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 74
পুবের কলম প্রতিবেদক: আগামী ডিসেম্বরে কলেজের শিক্ষক নিয়োগের ইউজিসির নেট পরীক্ষা। ৩১ ডিসেম্বর থেকে ইউজিসি নেট শুরু হবে। চলবে ৭ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। দেশজুড়ে বেশ কিছু বাছাই করা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ইউজিসি নেট-এর ১০ দিন আগে পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ বা কোন শহরের কোন কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন, সেই নথি প্রকাশ করা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট এ প্রকাশ করা হবে সেই নথি। চলতি বছরের ইউজিসি নেট মোট ৮৫টি বিষয়ের উপর নেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদন শুরু হয়েছে, আগামী ৭ নভেম্বর আবেদনের শেষ দিন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে।