৯৫০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ইতিহাস রোনাল্ডোর
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 55
পুবের কলম প্রতিবেদক: ইতিহাস গড়লেন রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সউদি প্রো লিগে আল নাসরের হয়ে গোল করে তিনি এই মাইলস্টোন গড়লেন। আরও ৫০টি গোল করলে তিনি পৌঁছে যাবেন অন্য এক উচ্চতায়।
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে হাজারতম গোল করতে চান তিনি। আর সেই লক্ষ্যে আল নাসরের হয়ে চলতি মরশুমে আরও ভালো ফুটবল খেলার অঙ্গীকার করলেন সিআরসেভেন। আল হাজমের মাঠে আল নাসরের ২-০ ব্যবধানের জয়ে শেষ মুহূর্তে গোলটি করেন রোনাল্ডো।
এর আগে ম্যাচের প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। ৮৮তম মিনিটে সিআরসেভেনের নির্ভুল ফিনিশে নিশ্চিত হয় আল নাসরের জয়। এতে প্রমাণ হয়, ৪০ বছর বয়সেও রোনাল্ডোর গোলের ক্ষিদে একটুও কমেনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো রয়েছেন গোলের মধ্যে। যার ফলে খুব দ্রুত তিনি সউদির এই ক্লাবটির হয়ে শতাধিক গোলও করে ফেলেছেন।
চলতি মরশুমে আল নাসরের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন রোনাল্ডো। তাই ফুটবল বিশ্লেষকরা মনে করছেন অবিশ্বাস্য ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং অনুপ্রেরণাদায়ী নেতৃত্বই রোনাল্ডোকে অন্যদের থেকে আলাদা করে। কেরিয়ারের শেষ লগ্নে এসে যখন অনেকেই অবসরের কথা ভাবেন, সেখানে রোনাল্ডো ফুটবলের ময়দানে লড়ছেন ইতিহাসের নতুন অধ্যায় লেখার জন্য।
নিজের ফুটবল কেরিয়ারে রোনাল্ডো পাঁচটি ভিন্ন দেশের ক্লাবের হয়ে খেলেছেন এবং গোল করেছেন। শুরুতে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি’র হয়ে খেলেন। পরে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপিয়ে দেন। পরে স্পেনের রিয়াল মাদ্রিদ, ইতালির জুভেন্টাসের হয়ে দাপিয়ে ফুটবল খেলেন।
বর্তমানে তিনি সউদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এবং নিয়মিত গোল করছেন। বিশ্ব ফুটবলের কোনো খেলোয়াড় এখন পর্যন্ত এক হাজার গোলের ঘরে পৌঁছাতে পারেননি। তবে রোনাল্ডো যেভাবে একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন, তাতে তার হাজার গোলের মালিক হওয়া খুব দূরে নেই।














































