সুস্থ হচ্ছেন শ্রেয়স, হাসপাতাল থেকে বার্তা দিলেন
- আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 120
পুবের কলম, ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার এখন অগের থেকে অনেকটা সুস্থ। সিডনির হাসপাতাল থেকে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। একটি বার্তায় তিনি জানিয়েছেন, ‘আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ। ধীরে ধীরে রিকভারি হচ্ছে আমার। হাসপাতালে আমাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে তা যথেষ্ট। এখানে খুব যত্নে আছি। যেভাবে শুভেচ্ছা ও সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। আমার কথা আপনারা ভেবেছেন এটা আমার জন্য দারুণ।’ ইতিমধ্যেই শ্রেয়সের মা বাবা ও বোন পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। শ্রেয়স সুস্থ হয়ে উঠছেন দেখে তারা আপাতত কিছুটা নিশ্চিùন্ত হয়েছেন। এখনও সিডনির হাসাপাতালেই রয়েছেন শ্রেয়স। তাকে সাধারণ বেডে রাখা হয়েছে। তবে কেবিনে আছেন শ্রেয়স। ডাক্তাব, নার্সরা এসে তাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছ থেকে ক্রিকেটীয় বিষয় শুনছেন তাঁরা।
শ্রেয়স জানিয়েছেন হাসপাতালের বেশ কিছু ডাক্তার তাঁর সঙ্গে ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। শ্রেয়সের কাছে তাঁরা ভারতীয় ক্রিকেট নিয়েও আলোচনা করেছেন। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে শ্রেয়সের যেটা হয়েছে সেটা ভারতের চিকিৎসার মতো নয়। কিছুটা ভিন্ন। এটা ঠিক পুরোদস্তুর অস্ত্রোপচার নয়। বিশেষ পদ্ধতি অবলম্বন করে শ্রেয়সের চিকিৎসা করা হয়েছে। শ্রেয়স এখন হাসপাতালে বাড়ির খাবার খাচ্ছেন। এমনটাই জানিয়েছেন সিডনির হাসপাতাল কর্তৃপক্ষ। কোনও এক বিশেষ ব্যাক্তি শ্রেয়সের জন্য রান্না করে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁকে সেই খাবার দিতে কুন্ঠাবোধ করেননি। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। সিডনিতে শ্রেয়সের সুস্থ হয়ে ওঠার গতি যতটা দ্রুত হচ্ছে তা অভাবনীয়। হয়ত তিন চার সপ্তাহের মধ্যেই তিনি পুরো সুস্থ হয়ে উঠবেন।
ইতিমধ্যেই ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রেয়সের সঙ্গে কথা বলেছেন। তাঁকে কথা বলতে অনুমতিও দিয়েছে সিডনির হাসপাতাল কর্তৃপক্ষ। সূর্য বলেছেন, ‘ও যখন কথাবার্তা সঠিকভাবে বলছে, তার মানে শ্রেয়স একদম ঠিক আছে। চিকিৎসকরা তো ওর সঙ্গেই রয়েছে।’ সূর্য জানিয়েছেন, ‘আমরা যখন দেখেছিলাম ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স চোট পেল, তখন আমরা অতটা বুঝতে পারিনি। কিন্তু পরে বুঝতে পারি, বিষয়টি খুব সিরিয়াস। তবে ঈশ্বর ওর সঙ্গে আছেন। আপাতত আমরা কিছুটা নিশ্চিùন্ত। বিসিসিআই সাহায্য করছে। ওকে আমরা কয়েকদিনের মধ্যেই দেশে ফিরিয়ে নিয়ে যাব।’












































