‘SIR-এর নামে সুপার এমার্জেন্সি চলছে রাজ্যে, অমিত শাহের ইস্তফা দাবি মমতার
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 91
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে ফের তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, “SIR-এর নামে রাজ্যে সুপার এমার্জেন্সি চাপিয়ে দেওয়া হচ্ছে।” আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রকাশ করবে চূড়ান্ত তালিকা, আর তার আগেই মমতার সুর—এই তাড়াহুড়োর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
মমতা বলেন, “কেন এত প্রাণ যাবে? লজ্জা করে না ওদের? নোটবন্দির পর এবার ভোটবন্দি! এখন নাগরিককেই প্রমাণ করতে হচ্ছে, তিনি নিজে কে! দু’বছর সময় দেওয়া যেত, কিন্তু এত তাড়াহুড়ো কেন? মানুষকে অপমানিত করা হচ্ছে।” তাঁর অভিযোগ, SIR আসলে মানুষের অধিকার কেড়ে নেওয়ার এক পরিকল্পিত ফাঁদ।
অনুপ্রবেশ ইস্যুতেও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের। তাহলে অনুপ্রবেশের দায় অমিত শাহ নেবেন না কেন?” সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফারও দাবি জানান তিনি।
বিজেপির বিরুদ্ধে কটাক্ষ চালিয়ে মমতা আরও বলেন, “তারা সংবিধান, শিক্ষাব্যবস্থা, এমনকি আম্বেদকরের নামেও রাজনীতি করছে। এবার বন্দেমাতরম আর জনগণমন নিয়েও বিভাজন তৈরি করছে। আমাদের কাছে দুটি গানই সমান সম্মানের।” ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে উৎখাতের আহ্বান জানিয়ে মমতা বলেন, “মানুষই এই অমানবিক নীতির জবাব দেবে।”











































