পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফোরণের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও বোমাতঙ্কে কাঁপল রাজধানী। মঙ্গলবার জইশ-ই-মহম্মদের নাম করে এক ইমেল আসে, যেখানে সাকেত, পাটিয়ালা হাউস, তিস হাজারি–সহ দিল্লির একাধিক আদালত ও সিআরপিএফের দুই স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ইমেল আসতেই রাতারাতি খালি করে দেওয়া হয় সব আদালত। বের করে দেওয়া হয় আইনজীবী ও উপস্থিত সাধারণ মানুষকে। বন্ধ থাকে শুনানি। একইভাবে খালি করা হয় দ্বারকা ও প্রশান্ত বিহারের দুটি সিআরপিএফ স্কুলও। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড ও শীর্ষ কর্মকর্তারা। শুরু হয় তল্লাশি। দীর্ঘ অনুসন্ধানেও এখন পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি, তবে সতর্কতা হিসেবে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকি ইমেলের উৎস ও একই ব্যক্তি একাধিক হুমকি পাঠিয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিস্ফোরণের আতঙ্ক না কাটতেই, ফের দিল্লিতে বোমাতঙ্ক
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- 332
সর্বধিক পাঠিত




























