পুবের কলম, ওয়েবডেস্ক: স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। এই ঘটনায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকেই খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, উত্তরপ্রদেশের সম্ভলের এক ব্যক্তিকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে নালা-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। রীতিমতো পরিকল্পনা করে ঘুমন্ত যুবককে হাতুড়ি দিয়ে খুনের পর গ্রাইন্ডার মেশিনে টুকরো করে দেহ ফেলা হয় গঙ্গায় এবং নালায়। এই ঘটনায় অভিযুক্ত মহিলা রুবি ও তাঁর প্রেমিক গৌরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউপি পুলিশ সূত্রে খবর, রাহুল নামে বছর ৩৮ বয়সি এক যুবকের নিখোঁজ হওয়ার তদন্তে নেমে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খোঁজ মেলে।
সূত্রের খবর, সম্ভলের চান্দৌসি এলাকার মহল্লা চুন্নির বাসিন্দা রুবি ১৮ নভেম্বর তাঁর স্বামীর নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান স্থানীয় থানায়। এর পরে ১৫ ডিসেম্বর ঈদগাহ এলাকার কাছে একটি ড্রেন থেকে পচাগলা দেহাংশ পায় পুলিশ। মুণ্ড, হাত ও পায়ের খোঁজ পাওয়া যায়নি। সেই দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা করে পুলিশ। দেখা যায়, দেহাংশের এক জায়গায় ‘রাহুল’ নামে উল্কি করা। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। জানা যায়, রুবি নামে ওই মহিলার স্বামীর নাম রাহুল। এরপরই তাঁকে থানায় তলব করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে নেন রুবি। স্বীকার করে বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও।
পুলিশের দাবি, ১৮ নভেম্বর থেকেই বন্ধ ছিল রাহুলের ফোন। অন্যদিকে, রুবির ফোনের কল ডিটেলস চেক করতেই দেখা যায় খুন ও দেহ লোপাট সংক্রান্ত বিভিন্ন প্রমাণ মেলে। রাহুলকে খুন করতে তার প্রেমিক গৌরবও সাহায্য করেছিল। রাহুলকে খুনের জন্য কাঠ কাঠার করাত-সহ একাধিক জিনিস কিনেছিলেন রুবি ও গৌরব।





























