পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুরুতর অসুস্থতার কারণে তিনি আদৌ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। এই অবস্থায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনটি আসনে খালেদা জিয়ার জন্য বিকল্প বা ডামি প্রার্থী বেছে রেখেছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে খালেদা জিয়ার লড়ার কথা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিক্যাল বোর্ডের মতে, তাঁর শারীরিক অবস্থা এখনো সংকটজনক। তাই তাঁর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের শীর্ষ নেতারা। এদিকে সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি নিজ পৈতৃক এলাকা বগুড়া সদর আসন থেকেও নির্বাচনে লড়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। ফলে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে এবং বিএনপির ভেতরে নির্বাচনী তৎপরতা ও উত্তেজনা ক্রমেই






























