পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানীয় জল পান করার জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে, যদিও কিছু সূত্রে মৃতের সংখ্যা ৮ বলেও দাবি করা হচ্ছে। ঘটনার গুরুত্ব বুঝে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। দুই পুর আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এবং জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের (পিএইচই) এক সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। ঘটনার সূত্রপাত ২৫ ডিসেম্বর, ইন্দোরের ভাগীরথপুরা এলাকায়। পুরসভার সরবরাহ করা জলে অস্বাভাবিক গন্ধ ও স্বাদ পাওয়ার পর তা পান করেই অসুস্থ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বমি, ডায়রিয়া ও জ্বরের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত ১২০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পানীয় জলের লাইনের সঙ্গে ড্রেনেজের জল মিশে যাওয়াতেই এই বিপর্যয় ঘটে। পুর প্রশাসনের দাবি, মূল জল সরবরাহ পাইপে একটি লিকেজ পাওয়া গেছে, যার উপরে শৌচাগার থাকায় জল দূষিত হতে পারে। স্বাস্থ্য দপ্তর ও পুর কর্পোরেশন যৌথভাবে ঘরে ঘরে স্ক্রিনিং চালাচ্ছে এবং এলাকায় বিশেষ চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও সকল আক্রান্তের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করেছে।


















