পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের আমরোহায় একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরখা পরিহিত তিনজন পুরুষের নাচের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই নাচের মাধ্যমে ইসলামি পোশাককে বিদ্রূপ করা হয়েছে, যা সাম্প্রদায়িক অসৌহার্দ্য উসকে দিতে পারে। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ঘটনাটির একটি ভিডিও সামনে আসে। ভিডিওটি আমরোহার মেস্কো পাবলিক স্কুলে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের বলে দাবি করা হয়েছে। ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তির নেতৃত্বে বোরখা পরা কয়েকজন মঞ্চে প্রবেশ করছেন এবং দর্শকদের উল্লাসের মধ্যে নাচ পরিবেশন করছেন। নাচ চলাকালীন অশালীন অঙ্গভঙ্গিও লক্ষ্য করা যায়। দর্শকদের মধ্যে কয়েকজনকে নাচে যোগ দেওয়ার চেষ্টাও করতে দেখা যায়।
ভিডিওতে শোনা যায় বিতর্কিত চলচ্চিত্র ধুরন্ধর-এর একটি জনপ্রিয় গান, যাতে বালোচি সুরের ব্যবহার রয়েছে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বহু মানুষ এটিকে “ধর্মীয় প্রতীকের ইচ্ছাকৃত বিদ্রূপ” বলে অভিহিত করে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি অনলাইন অভিভাবক গোষ্ঠীগুলিতেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলির প্রতিক্রিয়ায় আমরোহা পুলিশ এক্স-এ জানায়, বিষয়টি নওগাঁও সাদাত থানার অধীনে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


















