পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের চুরু জেলায় এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে এক সাব-ইনস্পেক্টর সহ তিন পুলিশ সদস্য ও আরও এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। সিদ্ধমুখ থানার ওসি ইমরান খান জানান, অভিযোগকারী ওই নারী কনস্টেবল চুরু জেলা পুলিশ সুপারের কাছে দাখিল করা লিখিত অভিযোগে দাবি করেছেন যে ২০১৭ সালে সদর্শহর থানায় দায়িত্ব পালনকালে চারজন তাঁর ওপর যৌন হামলা চালায়।
অভিযোগের ভিত্তিতে সিদ্ধমুখ থানায় চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাব-ইনস্পেক্টর সুবাস, যিনি ঘটনাকালে সদর্শহর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (এসএইচও) ছিলেন। এছাড়া কনস্টেবল রবিন্দ্র ও জয়বীর এবং ভিকি নামে আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। ওসি জানান, অভিযোগকারী নারী কনস্টেবল বর্তমানে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত রয়েছেন। তিনি আরও জানান, “মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।”




























