পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয়দের ভিসা দেওয়া আপাতত বন্ধ করল ইউনূস সরকার। সাময়িক ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে খবর। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী মাস দুয়েকে বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই বলেই খবর। সূত্রের খবর, দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার তত্ত্বকে ঢাল করে আসলে ভারত-বিরোধিতার পালেই হাওয়া দিতে চান ইউনুস।
বিদেশমন্ত্রক সূত্র খবর, ভারতীয়দের জন্য ‘এমপ্লয়মেন্ট ভিসা’ এবং ‘বিজনেস ভিসা’ দেওয়া এখনও চালু আছে। অর্থাৎ কর্মসূত্রে এবং ব্যবসায়িক কাজেই ভারতীয়রা শুধুমাত্র এখন বাংলাদেশে পা রাখতে পারবেন। ভারতীয়দের একমাত্র স্টুডেন্ট ভিসা ও বিজনেস ভিসা দেওয়া হবে। পর্যটক ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও আগরতলায় উপদূতাবাস থেকে আগেই পর্যটক ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। বর্তমানে মুম্বই, গুয়াহাটি ও চেন্নাইতে বাংলাদেশ দূতাবাস খোলা ছিল। কলকাতার উপদূতাবাস থেকেও পর্যটক ভিসা পাওয়া যাচ্ছিল। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বুধবার থেকেই সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ভারতের কোথাও থেকে বাংলাদেশে যাওয়ার জন্য পর্যটক ভিসা পাওয়া যাবে না। তবে স্টুডেন্ট ভিসা ও বিজনেস ভিসা পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই রণক্ষেত্র বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপাদাপি আরও বেড়েছে।































