পুবের কলম, ওয়েবডেস্ক: শিশুদের অ্যালার্জি, হে ফিভার ও অ্যাজমা চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যালমন্ট-কিড সিরাপ’ তৎক্ষণাৎ ব্যবহার বন্ধের পরামর্শ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে তেলেঙ্গানা ড্রাগস কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন (ডিসিএ)। সিরাপে মারাত্মক বিষাক্ত পদার্থ ইথিলিন গ্লাইকল (ইজি) মিশ্রণের অভিযোগ উঠেছে। ডিসিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা অবস্থিত সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র পূর্বাঞ্চল দপ্তর থেকে একটি ল্যাবরেটরি রিপোর্টের ভিত্তিতে সতর্কবার্তা আসে। রিপোর্টে ‘লেভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড ও মোন্টেলুকাস্ট সোডিয়াম সিরাপ’ হিসেবে বিক্রি হওয়া ওষুধটি অশুদ্ধ/ভেজাল বলে ঘোষণা করা হয়।
এই পরিস্থিতিতে ডিসিএ জনগণকে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট সিরাপের ব্যবহার বন্ধ করতে এবং ওষুধটি ঘরে থাকলে দ্রুত স্থানীয় ড্রাগস কন্ট্রোল কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে। এ ছাড়া তেলেঙ্গানা ডিসিএ তাদের টোল-ফ্রি নম্বরে কল করে সরাসরি তথ্য জানাতেও অনুরোধ করেছে।






























