পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ২৮ বছরের এক যুবক ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটে সোমবার ভোররাত প্রায় ২টোর সময়। মৃত যুবকের নাম যজ্ঞ পাণ্ডে। তিনি ইন্দিরাপুরামের একটি আবাসিক কমপ্লেক্সে থাকতেন।
পুলিশ সূত্রে খবর, ঝাঁপ দেওয়ার আগে তিনি নিজের কব্জির শিরা কেটে ফেলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরিবার তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যজ্ঞ পাণ্ডে একটি বিজ্ঞাপন সংস্থায় কর্মরত ছিলেন এবং কিছুদিন ধরে মানসিক অবসাদ বা বিষণ্নতার চিকিৎসা চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এবং ঠিক কী কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। মৃত যুবকের পরিবারে বাবা, মা ও একটি বোন রয়েছেন।




























