গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। গত তিন মাসে সেখানে বিমান হামলা ও বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর মুখপাত্র জেমস এল্ডার বলেন, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ১০০ জনেরও বেশি শিশুর প্রাণ গেছে। তার ভাষায়, যুদ্ধবিরতির সময়কালেও গড়ে প্রতিদিন একজন করে শিশু নিহত হয়েছে—যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে।
ইউনিসেফের মতে, এসব শিশু আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণ, বিমান হামলা ও ড্রোন আক্রমণের শিকার হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
গাজার শিশুদের ওপর চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে জোর দিয়েছে




























