মুর্শিদাবাদের বেলডাঙ্গার বিশিষ্ট শিক্ষানুরাগী, বুদ্ধিজীবী ও সমাজসেবী আলহাজ হাকিম সেখের জ্যেষ্ঠ পুত্র হাবিবুল সেখের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এইচ. এম. এস. পাবলিক স্কুল। ‘ভয়েস পাবলিক স্কুল’–এর ঝুনকা ও ছেতিয়ানি ক্যাম্পাসের কর্ণধার হিসেবে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ইতিমধ্যেই সর্বজনস্বীকৃত। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে স্কুলটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলডাঙার এসডিপিও ড. উত্তম গড়াই ও আইসি সমিত তালুকদার। ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে তাঁরা নতুন স্কুলের পথচলা সূচিত করেন এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সমাজসেবী এবং ভয়েস পাবলিক স্কুলের পক্ষ থেকে আনারুল ইসলাম। তিনি বলেন, “ভয়েস পাবলিক স্কুলের শিকড় হিসেবে এইচ. এম. এস. পাবলিক স্কুল ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শিক্ষার ভিত মজবুত করবে।”
অনেকে বলছেন, এই স্কুল শুধু একটি নতুন প্রতিষ্ঠান নয়, বরং নতুন স্বপ্ন ও সম্ভাবনার সূচনা।



































