০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাকির নায়েকের আইআরএফ-এর উপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্রীয় সরকার

পুবের কলম
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্ক : জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এর উপর আরও ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র।জাকিরের বিরুদ্ধে অভিযোগ তিনি দেশে ও বিদেশ মুসলিম যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন। তবে মারাত্মক এই অভিযোগের স্বপক্ষে মোদী সরকার সেইভাবে কোনও প্ৰমাণ দিতে পারেনি। এ যাবৎ যে সব প্রমাণ দেওয়া হয়েছে তার বেশিভাগই কেবল মিডিয়ার টিআরপি বাড়িয়েছে। এভিডেন্স হিসাবে সেগুলি ছিল খুবই দুর্বল।

২০১৬ তে বাংলাদেশের ঢাকাতে বিস্ফোরণের ঘটনা ঘটে।তারপরই জাকির নায়েককে নিশানা করা হয়েছে। অভিযোগ করা হয় হামলাকারীদের মধ্যে একজন নাকি জাকির নায়ককে ফেসবুকে ফল করতেন।আর যাই কোথা! জাকিরের বিরুদ্ধে শুরু হয়ে গেল তদন্ত। পিস টিভির সৌজন্যে সোশ্যাল সাইটে জাকির নায়েকের ফলোয়ার সংখ্যা ২ কোটি।তার মধ্যে কে কোথায় তাঁকে ফলো করছেন, সেই দায় কি তাঁর? একথা জাকিরের আইনজীবী ও জাকির নিজে বহুবার বলেছেন।  তাছাড়া পিস টিভির কোনও একটি অনুষ্ঠানেও সন্ত্রাসের কথা আলাদা করে প্রচার হয়নি।যদি সেই ফুটেজ থাকত তাহলে জাকিররের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশের বোমা হামলাকে কাজে লাগানো হত না। এমনটাই বলেছেন যুক্তিবাদী বহুজন।

আরও পড়ুন: কানঝাওয়ালে মৃতের পরিবারের সাহায্যে শাহরুখের এনজিও

গভীর রাতে একটি বিজ্ঞপ্তিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে আইআরএফ এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। আইআরএফ দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ব্যাহত করেত পারে। তাই কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-এর অধীনে  আরএফকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সমাজসেবী সংস্থার মানবিক উদ‍্যেগঃ দুঃস্থ সোয়েদাকে আর্থিক সহায়তা প্রদান :

জাকির নায়েক নাকি কেরলের তরুণদের মধ্যপ্রাচের মারাত্মক জঙ্গিবাদে যোগ দিতে অনুপ্রাণিত করেছেন। এর স্বপক্ষেও  কোনও প্ৰমাণ এ যাবৎ হাজির করা হয়নি। তবে কাউকে কেউকে দিয়ে জাকিরের বিরুদ্ধে মিডিয়ার সামনে অভিযোগ করানো হয়েছে বলেও অনেকের অভিযোগ। স্বাভাবিকভাবেই তারা কেউ কেউ মসুলিম।ন্যাশনাল তাওহীদ জামাআতের নেতা জাহরান হাশিম বলেন, যে দলটি শ্রীলঙ্কায় ইস্টার বোমা হামলার করেছিল, তারা জাকির নায়েকের প্রশংসা করেছিল। তারা শ্রীলঙ্কার মুসলমানদের এমন হামলা করতে উৎসাহিত করেছিল।

স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে য।  আইআরএফ এবং এর সদস্যরা, বিশেষ করে প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েক ওরফে জাকির নায়েক, তাঁর ধর্মীয় অনুসারীদের কাছে প্রচার নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রশমন করতে গিয়ে বৈষম্য করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিশে বলা হয়েছে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণা বা অসভ্যতা দেশের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। ব্রিটেন এবং কানাডার মতো দেশ জাকিরের ভিসা প্রত্যাখ্যান করলে, জাকিরকে ভিসা দেয় মালয়েশিয়া। বর্তমানে তিনি সেখানেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাকির নায়েকের আইআরএফ-এর উপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্রীয় সরকার

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এর উপর আরও ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র।জাকিরের বিরুদ্ধে অভিযোগ তিনি দেশে ও বিদেশ মুসলিম যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন। তবে মারাত্মক এই অভিযোগের স্বপক্ষে মোদী সরকার সেইভাবে কোনও প্ৰমাণ দিতে পারেনি। এ যাবৎ যে সব প্রমাণ দেওয়া হয়েছে তার বেশিভাগই কেবল মিডিয়ার টিআরপি বাড়িয়েছে। এভিডেন্স হিসাবে সেগুলি ছিল খুবই দুর্বল।

২০১৬ তে বাংলাদেশের ঢাকাতে বিস্ফোরণের ঘটনা ঘটে।তারপরই জাকির নায়েককে নিশানা করা হয়েছে। অভিযোগ করা হয় হামলাকারীদের মধ্যে একজন নাকি জাকির নায়ককে ফেসবুকে ফল করতেন।আর যাই কোথা! জাকিরের বিরুদ্ধে শুরু হয়ে গেল তদন্ত। পিস টিভির সৌজন্যে সোশ্যাল সাইটে জাকির নায়েকের ফলোয়ার সংখ্যা ২ কোটি।তার মধ্যে কে কোথায় তাঁকে ফলো করছেন, সেই দায় কি তাঁর? একথা জাকিরের আইনজীবী ও জাকির নিজে বহুবার বলেছেন।  তাছাড়া পিস টিভির কোনও একটি অনুষ্ঠানেও সন্ত্রাসের কথা আলাদা করে প্রচার হয়নি।যদি সেই ফুটেজ থাকত তাহলে জাকিররের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশের বোমা হামলাকে কাজে লাগানো হত না। এমনটাই বলেছেন যুক্তিবাদী বহুজন।

আরও পড়ুন: কানঝাওয়ালে মৃতের পরিবারের সাহায্যে শাহরুখের এনজিও

গভীর রাতে একটি বিজ্ঞপ্তিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে আইআরএফ এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। আইআরএফ দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ব্যাহত করেত পারে। তাই কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-এর অধীনে  আরএফকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সমাজসেবী সংস্থার মানবিক উদ‍্যেগঃ দুঃস্থ সোয়েদাকে আর্থিক সহায়তা প্রদান :

জাকির নায়েক নাকি কেরলের তরুণদের মধ্যপ্রাচের মারাত্মক জঙ্গিবাদে যোগ দিতে অনুপ্রাণিত করেছেন। এর স্বপক্ষেও  কোনও প্ৰমাণ এ যাবৎ হাজির করা হয়নি। তবে কাউকে কেউকে দিয়ে জাকিরের বিরুদ্ধে মিডিয়ার সামনে অভিযোগ করানো হয়েছে বলেও অনেকের অভিযোগ। স্বাভাবিকভাবেই তারা কেউ কেউ মসুলিম।ন্যাশনাল তাওহীদ জামাআতের নেতা জাহরান হাশিম বলেন, যে দলটি শ্রীলঙ্কায় ইস্টার বোমা হামলার করেছিল, তারা জাকির নায়েকের প্রশংসা করেছিল। তারা শ্রীলঙ্কার মুসলমানদের এমন হামলা করতে উৎসাহিত করেছিল।

স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে য।  আইআরএফ এবং এর সদস্যরা, বিশেষ করে প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েক ওরফে জাকির নায়েক, তাঁর ধর্মীয় অনুসারীদের কাছে প্রচার নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রশমন করতে গিয়ে বৈষম্য করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিশে বলা হয়েছে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণা বা অসভ্যতা দেশের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। ব্রিটেন এবং কানাডার মতো দেশ জাকিরের ভিসা প্রত্যাখ্যান করলে, জাকিরকে ভিসা দেয় মালয়েশিয়া। বর্তমানে তিনি সেখানেই