০৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি ছাড়ছেন তথাগত? ট্যুইট ঘিরে জোর জল্পনা

পুবের কলম
  • আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত কি বিজেপি ছাড়ছেন প্রবীণ নেতা তথাগত রায়। শনিবার সকালে তথাগতর একটি টুইট এই জল্পনাকে আরও উস্কে দেয়।তিনি লেখেন আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’ এর পরই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়িয়েছে।

বিজেপি ছাড়ছেন তথাগত? ট্যুইট ঘিরে জোর জল্পনা

বিতর্কিত মন্তব্য করে সবসময় খবরের শিরোনামেই থাকেন তথাগত। বিগত কয়েকমাস বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয় ফলাফলের পর একের পর এক টুইট বোমা ফাটিয়ে চলেছেন তথাগত।

প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সঙ্গেও জড়িয়েছেন তীব্র বাদানুবাদে।

মে মাসেই বিজেপি-র তারকা প্রার্থীদের একাংশকে ‘নগরীর নটী’ বলে আলোড়ন ফেলেছিলেন। এবং ‘তাঁদেরকে টিকিট দিয়েছিল কে?’— এই প্রশ্ন টুইটের মাধ্যমে তিনি ছুড়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ এবং অরবিন্দ মেননদের উদ্দেশে।

রাজ্যে উপনির্বাচনে তাঁর দল ধরাশায়ী হওয়ার পর ফের মুখ খোলেন তথাগত। টাকা ও নারীর প্রসঙ্গ টেনে এনে দলকে চরম অস্বস্তিতে ফেলেন। এবার শনিবার সকালে সেই টুইটারেই দল ছাড়ার প্রছন্ন ইঙ্গিত দিলেন তিনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি ছাড়ছেন তথাগত? ট্যুইট ঘিরে জোর জল্পনা

আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত কি বিজেপি ছাড়ছেন প্রবীণ নেতা তথাগত রায়। শনিবার সকালে তথাগতর একটি টুইট এই জল্পনাকে আরও উস্কে দেয়।তিনি লেখেন আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’ এর পরই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়িয়েছে।

বিজেপি ছাড়ছেন তথাগত? ট্যুইট ঘিরে জোর জল্পনা

বিতর্কিত মন্তব্য করে সবসময় খবরের শিরোনামেই থাকেন তথাগত। বিগত কয়েকমাস বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয় ফলাফলের পর একের পর এক টুইট বোমা ফাটিয়ে চলেছেন তথাগত।

প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সঙ্গেও জড়িয়েছেন তীব্র বাদানুবাদে।

মে মাসেই বিজেপি-র তারকা প্রার্থীদের একাংশকে ‘নগরীর নটী’ বলে আলোড়ন ফেলেছিলেন। এবং ‘তাঁদেরকে টিকিট দিয়েছিল কে?’— এই প্রশ্ন টুইটের মাধ্যমে তিনি ছুড়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ এবং অরবিন্দ মেননদের উদ্দেশে।

রাজ্যে উপনির্বাচনে তাঁর দল ধরাশায়ী হওয়ার পর ফের মুখ খোলেন তথাগত। টাকা ও নারীর প্রসঙ্গ টেনে এনে দলকে চরম অস্বস্তিতে ফেলেন। এবার শনিবার সকালে সেই টুইটারেই দল ছাড়ার প্রছন্ন ইঙ্গিত দিলেন তিনি।