০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘লখিমপুরের ঘটনা গণতন্ত্রের কলঙ্ক, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন,’ মোদিকে চিঠি বরুণ গান্ধির

পুবের কলম
  • আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার
  • / 21

নিজের জমির ধান ঝাড়াই মাড়াইতে হাত লাগিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না।


পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই লখিমপুর কাণ্ড নিয়ে ফের সোচ্চার হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি। বরুণ বলেন, ‘লখিমপুরের ঘটনা আমাদের গণতন্ত্রের উপর কলঙ্ক’। এই তরুণ সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠি দিয়ে জানিয়েছেন, ‘এই ঘটনায় সুষ্ঠু বিচার করে, দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক’।শনিবার বরুণ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই চিঠিটি পোস্ট করেছেন।

আরও পড়ুন: গ্রেফতার হয়েছে কজন ? ২৪ ঘণ্টার মধ্যে লখিমপুর কাণ্ডের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

'লখিমপুরের ঘটনা গণতন্ত্রের কলঙ্ক, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন,' মোদিকে চিঠি বরুণ গান্ধির

সেখানে বিজেপি সাংসদ লেখেন, ‘ঊর্ধ্বতন পদে বসে অনেক নেতা আমাদের আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য এবং আন্দোলনকে ঘিরে যে প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছিল তারই ফল, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে গাড়ির ধাক্কায় আমাদের পাঁচজন কৃষক ভাই নিহত হন। এই মর্মান্তিক ঘটনা আমাদের গণতন্ত্রের কলঙ্ক’।

বরুণ গান্ধি লেখেন, “আপনার (প্রধানমন্ত্রী) কাছে আমার অনুরোধ যে এই ঘটনার সঙ্গে জড়িত কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যথাযথভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত করা হোক’।

বরুণ তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে জানান, ‘কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাচ্ছি। তবে আমার বিনীত অনুরোধ যে MSP নিয়ে আইন ও অন্যান্য বিষয়গুলির উপর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। যাতে আমাদের কৃষকরা তাদের আন্দোলন শেষ করে বাড়ি ফিরে যেতে পারে।”

বরুণ গান্ধি দাবি করেন, বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে মিথ্যা অভিযোগগুলি দায়ের করা হয়েছে সেগুলি অবিলম্বে বাতিল করা উচিত। কৃষকদের প্রত্যেককে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।

বরুণ গান্ধি চিঠিতে লিখেছেন, ‘এই আন্দোলনে প্রায় ৭০০’র বেশি কৃষক নিহত হয়েছেন। মোদি সরকার এই সিদ্ধান্ত আগে নিলে এইভাবে কৃষকদের জীবনগুলি শেষ হত না’। বরুণ বলেন, ‘আমার একান্ত অনুরোধ স্বজন হারানো পরিবারগুলিকে সমবেদনা প্রকাশের সময় সেই পরিবারগুলির জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হোক’।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল বরুণ গান্ধিকে এর জন্য বিজেপির রোষানলেও পড়তে হয় বরুণকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘লখিমপুরের ঘটনা গণতন্ত্রের কলঙ্ক, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন,’ মোদিকে চিঠি বরুণ গান্ধির

আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই লখিমপুর কাণ্ড নিয়ে ফের সোচ্চার হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি। বরুণ বলেন, ‘লখিমপুরের ঘটনা আমাদের গণতন্ত্রের উপর কলঙ্ক’। এই তরুণ সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠি দিয়ে জানিয়েছেন, ‘এই ঘটনায় সুষ্ঠু বিচার করে, দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক’।শনিবার বরুণ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই চিঠিটি পোস্ট করেছেন।

আরও পড়ুন: গ্রেফতার হয়েছে কজন ? ২৪ ঘণ্টার মধ্যে লখিমপুর কাণ্ডের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

'লখিমপুরের ঘটনা গণতন্ত্রের কলঙ্ক, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন,' মোদিকে চিঠি বরুণ গান্ধির

সেখানে বিজেপি সাংসদ লেখেন, ‘ঊর্ধ্বতন পদে বসে অনেক নেতা আমাদের আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য এবং আন্দোলনকে ঘিরে যে প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছিল তারই ফল, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে গাড়ির ধাক্কায় আমাদের পাঁচজন কৃষক ভাই নিহত হন। এই মর্মান্তিক ঘটনা আমাদের গণতন্ত্রের কলঙ্ক’।

বরুণ গান্ধি লেখেন, “আপনার (প্রধানমন্ত্রী) কাছে আমার অনুরোধ যে এই ঘটনার সঙ্গে জড়িত কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যথাযথভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত করা হোক’।

বরুণ তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে জানান, ‘কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাচ্ছি। তবে আমার বিনীত অনুরোধ যে MSP নিয়ে আইন ও অন্যান্য বিষয়গুলির উপর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। যাতে আমাদের কৃষকরা তাদের আন্দোলন শেষ করে বাড়ি ফিরে যেতে পারে।”

বরুণ গান্ধি দাবি করেন, বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে মিথ্যা অভিযোগগুলি দায়ের করা হয়েছে সেগুলি অবিলম্বে বাতিল করা উচিত। কৃষকদের প্রত্যেককে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।

বরুণ গান্ধি চিঠিতে লিখেছেন, ‘এই আন্দোলনে প্রায় ৭০০’র বেশি কৃষক নিহত হয়েছেন। মোদি সরকার এই সিদ্ধান্ত আগে নিলে এইভাবে কৃষকদের জীবনগুলি শেষ হত না’। বরুণ বলেন, ‘আমার একান্ত অনুরোধ স্বজন হারানো পরিবারগুলিকে সমবেদনা প্রকাশের সময় সেই পরিবারগুলির জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হোক’।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল বরুণ গান্ধিকে এর জন্য বিজেপির রোষানলেও পড়তে হয় বরুণকে।