০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার মত উত্তর প্রদেশেও বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে,দাবি অখিলেশ যাদবের

মাসুদ আলি
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 67

পুবের কলম ওয়েবডেস্ক : উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, তৃণমূল কংগ্রেস প্রধান এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  বিরোধী ফ্রন্টে যোগ দেওয়ার বিকল্প খোলা রয়েছে। আগামী বছরে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন । সেই নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরিতে ব্যস্ত অখিলেশ । শনিবার তিনি বলেন, উত্তর প্রদেশের শাসক দল বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে । যেভাবে বাংলায় নির্বাচনে মমতা ব্যানার্জি তাদেরকে নির্মূল করে দিয়েছেন, সেইভাবেই ইউপিতে নির্মূল হয়ে যাবে তারা।

অখিলেশ যাদব বুন্দেলখণ্ডের ঝাঁসিতে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের বলেন, আমি তাঁকে স্বাগত জানাই। মমতার বিকল্প মোর্চার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সঠিক সময় এলে এ বিষয়ে কথা বলব। অখিলেশ যাদব আসন্ন নির্বাচনে কংগ্রেসের সম্ভাবনাকে খারিজ করে করে বলেন, জনগণ তাদেরকে ভোট দেবে না এবং আসন্ন নির্বাচনে তারা শূন্য আসন পাবে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

অখিলেশ চলতি মাসের শুরুতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, উত্তর প্রদেশ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, উভয় দল ২০১৭ সালে একসঙ্গে কাজ করেছিল কিন্তু আমাদের অভিজ্ঞতা ভাল ছিল না। অন্যদিকে, বাংলায় বিজেপিকে হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় জোরালোভাবে দলের প্রসারে ব্যস্ত। এ সময়ে অনেক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি চলতি সপ্তাহে মুম্বইতে এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গেও দেখা করে রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনা করেছেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলার মত উত্তর প্রদেশেও বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে,দাবি অখিলেশ যাদবের

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, তৃণমূল কংগ্রেস প্রধান এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  বিরোধী ফ্রন্টে যোগ দেওয়ার বিকল্প খোলা রয়েছে। আগামী বছরে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন । সেই নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরিতে ব্যস্ত অখিলেশ । শনিবার তিনি বলেন, উত্তর প্রদেশের শাসক দল বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে । যেভাবে বাংলায় নির্বাচনে মমতা ব্যানার্জি তাদেরকে নির্মূল করে দিয়েছেন, সেইভাবেই ইউপিতে নির্মূল হয়ে যাবে তারা।

অখিলেশ যাদব বুন্দেলখণ্ডের ঝাঁসিতে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের বলেন, আমি তাঁকে স্বাগত জানাই। মমতার বিকল্প মোর্চার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সঠিক সময় এলে এ বিষয়ে কথা বলব। অখিলেশ যাদব আসন্ন নির্বাচনে কংগ্রেসের সম্ভাবনাকে খারিজ করে করে বলেন, জনগণ তাদেরকে ভোট দেবে না এবং আসন্ন নির্বাচনে তারা শূন্য আসন পাবে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

অখিলেশ চলতি মাসের শুরুতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, উত্তর প্রদেশ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, উভয় দল ২০১৭ সালে একসঙ্গে কাজ করেছিল কিন্তু আমাদের অভিজ্ঞতা ভাল ছিল না। অন্যদিকে, বাংলায় বিজেপিকে হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় জোরালোভাবে দলের প্রসারে ব্যস্ত। এ সময়ে অনেক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি চলতি সপ্তাহে মুম্বইতে এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গেও দেখা করে রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনা করেছেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি