২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে গাঁজা উদ্ধারের তালিকায় শীর্ষে বিহার উঠে এলো উত্তরপ্রদেশ, নাগাল্যান্ডের নামও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 57

পুবের কলম ওয়েবডেস্কঃ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতে চোরাচালানের উপর ভিত্তি করে এক বছরের ব্যবধানে বিহার আবারও সর্বোচ্চ সংখ্যক গাঁজা উদ্ধারের শীর্ষ রাজ্যে পরিণত হয়েছে। ২০২০-২১  সালে বিহারে ১২টি মামলায় মোট ১৩–৪৪৬  কেজি গাঁজা– নাগাল্যান্ডে দশটি মামলায় ৯–০০১  কেজি এবং উত্তর প্রদেশে চোরাচালানের ছয়টি মামলায় ৮–৩৮৬  কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে দেশে প্রায় ৪৫ মেট্রিক টন গাঁজা উদ্ধার করেছে ডিআরআই। ছত্তিশগড়– তেলেঙ্গানা–  মহারাষ্ট্র– এবং অন্ধ্রপ্রদেশেও বিপুল  পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও  ডিআরআইএর রিপোর্ট অনুযায়ী– সোনা ও মাদক চোরাচালান ধরার ক্ষেত্রে করোনা মহামারী একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। রিপোর্টে আরও বলা হয়েছে যে ২০২০-২১ সালে– চোরাকারবারিরা মাদক চোরাচালানের জন্য সবচেয়ে বেশি কুরিয়ার এবং পোস্টাল কার্গো ব্যবহার করেছিল। ডিআরআই একে জাতীয় নিরাপত্তার উদ্বেগ বলে অভিহিত করেছে। অন্যদিকে ২০১৮-১৯  সালে বিহার– অন্ধÉ প্রদেশ–  মহারাষ্ট্র– এবং অসমে বেশিরভাগ গাঁজা উদ্ধার হয়। ২০১৯-২০ সালে তালিকার শীর্ষে থাকা রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ–  মহারাষ্ট্র– তেলেঙ্গানা এবং  তামিলনাড়ু। ২০১৯-২০ সালে– ডিআরআই চোরাচালানের ৪১২টি মামলায় ১–৯৪৯ কোটি টাকার গাঁজা  উদ্ধার করেছে। ( ছবি প্রতিকী)

 

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

 

আরও পড়ুন: ‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশে গাঁজা উদ্ধারের তালিকায় শীর্ষে বিহার উঠে এলো উত্তরপ্রদেশ, নাগাল্যান্ডের নামও

আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতে চোরাচালানের উপর ভিত্তি করে এক বছরের ব্যবধানে বিহার আবারও সর্বোচ্চ সংখ্যক গাঁজা উদ্ধারের শীর্ষ রাজ্যে পরিণত হয়েছে। ২০২০-২১  সালে বিহারে ১২টি মামলায় মোট ১৩–৪৪৬  কেজি গাঁজা– নাগাল্যান্ডে দশটি মামলায় ৯–০০১  কেজি এবং উত্তর প্রদেশে চোরাচালানের ছয়টি মামলায় ৮–৩৮৬  কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে দেশে প্রায় ৪৫ মেট্রিক টন গাঁজা উদ্ধার করেছে ডিআরআই। ছত্তিশগড়– তেলেঙ্গানা–  মহারাষ্ট্র– এবং অন্ধ্রপ্রদেশেও বিপুল  পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও  ডিআরআইএর রিপোর্ট অনুযায়ী– সোনা ও মাদক চোরাচালান ধরার ক্ষেত্রে করোনা মহামারী একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। রিপোর্টে আরও বলা হয়েছে যে ২০২০-২১ সালে– চোরাকারবারিরা মাদক চোরাচালানের জন্য সবচেয়ে বেশি কুরিয়ার এবং পোস্টাল কার্গো ব্যবহার করেছিল। ডিআরআই একে জাতীয় নিরাপত্তার উদ্বেগ বলে অভিহিত করেছে। অন্যদিকে ২০১৮-১৯  সালে বিহার– অন্ধÉ প্রদেশ–  মহারাষ্ট্র– এবং অসমে বেশিরভাগ গাঁজা উদ্ধার হয়। ২০১৯-২০ সালে তালিকার শীর্ষে থাকা রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ–  মহারাষ্ট্র– তেলেঙ্গানা এবং  তামিলনাড়ু। ২০১৯-২০ সালে– ডিআরআই চোরাচালানের ৪১২টি মামলায় ১–৯৪৯ কোটি টাকার গাঁজা  উদ্ধার করেছে। ( ছবি প্রতিকী)

 

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

 

আরও পড়ুন: ‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি