০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসায় মনোনয়ন দাখিল তৃণমূলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 49

দেবশ্রী মজুমদার, মুরারই: মুরারই দুই ব্লকের পাইকর থানার অন্তর্গত কলহপুর হাইমাদ্রাসায় মনোনয়ন পত্র দাখিল হল শুক্রবার। মাদ্রাসার প্রধান শিক্ষক তথা পদাধিকার বলে নির্বাচনী আধিকারিক গোলাম সারওয়ার জানান, শুক্রবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ। এমাসের ১৪ তারিখ ছিল মনোনয়ন প্রত‍্যাহারের দিন এবং  নির্বাচনের দিন ছিল চলতি মাসের ১৯ তারিখ। যদিও  এদিন অভিভাবকদের তরফে শুধুমাত্র ছয়জন প্রার্থী  মনোনয়ন জমা দিয়েছেন।

মাদ্রাসায় মনোনয়ন দাখিল তৃণমূলের

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

 

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

জানা গেছে,  এই ছয়জন প্রার্থী তৃণমূলের সমর্থক। বাকি কেউ জমা দেননি। নিয়ম অনুযায়ী এদের মধ‍্যে তিনজন প্রার্থী নাম প্রত‍্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল পরিচালন কমিটি গঠন করবে। তবে এব‍্যাপারে সিপিএমের তরফে এরিয়া কমিটির সদস‍্য মহ: কামালউদ্দিন আহমেদ অভিযোগ করেন,  তাঁদের ছয় জন প্রার্থীকে মনোনয়ন জমা কেন্দ্রের একশো মিটারের মধ‍্যে ঢুকতে দেওয়া হয়নি। পঞ্চায়েত নির্বাচনে যাদের বাধা দিতে দেখেছিলাম। তারাই এদিন আমাদের বাধা দিল। শাসকদলের অনুব্রত মণ্ডল বলেছিলেন, পঞ্চায়েতের পুনরাবৃত্তি হবে না। কিন্তু স্কুল নির্বাচনে তাই  হল।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

 

যদিও এই অভিযোগ অস্বীকার করে মুরারই দুই ব্লকের সভাপতি আফতাব উদ্দিন মল্লিক ওরফে মন্টু বলেন,  সিপিএমের কোনও সংগঠন নেই। প্রার্থী জোগার করতে না পেরে বাজার গরম করছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদ্রাসায় মনোনয়ন দাখিল তৃণমূলের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার

দেবশ্রী মজুমদার, মুরারই: মুরারই দুই ব্লকের পাইকর থানার অন্তর্গত কলহপুর হাইমাদ্রাসায় মনোনয়ন পত্র দাখিল হল শুক্রবার। মাদ্রাসার প্রধান শিক্ষক তথা পদাধিকার বলে নির্বাচনী আধিকারিক গোলাম সারওয়ার জানান, শুক্রবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ। এমাসের ১৪ তারিখ ছিল মনোনয়ন প্রত‍্যাহারের দিন এবং  নির্বাচনের দিন ছিল চলতি মাসের ১৯ তারিখ। যদিও  এদিন অভিভাবকদের তরফে শুধুমাত্র ছয়জন প্রার্থী  মনোনয়ন জমা দিয়েছেন।

মাদ্রাসায় মনোনয়ন দাখিল তৃণমূলের

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

 

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

জানা গেছে,  এই ছয়জন প্রার্থী তৃণমূলের সমর্থক। বাকি কেউ জমা দেননি। নিয়ম অনুযায়ী এদের মধ‍্যে তিনজন প্রার্থী নাম প্রত‍্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল পরিচালন কমিটি গঠন করবে। তবে এব‍্যাপারে সিপিএমের তরফে এরিয়া কমিটির সদস‍্য মহ: কামালউদ্দিন আহমেদ অভিযোগ করেন,  তাঁদের ছয় জন প্রার্থীকে মনোনয়ন জমা কেন্দ্রের একশো মিটারের মধ‍্যে ঢুকতে দেওয়া হয়নি। পঞ্চায়েত নির্বাচনে যাদের বাধা দিতে দেখেছিলাম। তারাই এদিন আমাদের বাধা দিল। শাসকদলের অনুব্রত মণ্ডল বলেছিলেন, পঞ্চায়েতের পুনরাবৃত্তি হবে না। কিন্তু স্কুল নির্বাচনে তাই  হল।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

 

যদিও এই অভিযোগ অস্বীকার করে মুরারই দুই ব্লকের সভাপতি আফতাব উদ্দিন মল্লিক ওরফে মন্টু বলেন,  সিপিএমের কোনও সংগঠন নেই। প্রার্থী জোগার করতে না পেরে বাজার গরম করছে।