২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ দিনাজপুরে ৮৩টি কচ্ছপ উদ্ধার– গ্রেফতার ৪

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 33

অপরাজিতা জোয়ারদার– রায়গঞ্জ:  দক্ষিণ দিনাজপুরের শিববাড়ি হাট থেকে ৮৩টি কচ্ছপ সহ চারজনকে যৌথভাবে গ্রেফতার করল বালুরঘাট ও কুশমন্ডি ব্লকের রেঞ্জার ও গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতেরা হল তোতন সরকার– উত্তম সরকার– টুলু সরকার ও ভুরুয়া সরকার। এদের প্রত্যেকের বাড়ি গঙ্গারামপুর থানার চম্পাতলি এলাকায়। জানা গেছে– কচ্ছপগুলি বিহার বা উত্তরপ্রদেশ থেকে এনে হাটে বিক্রি করার চেষ্টা করছিল ধৃতরা। কচ্ছপগুলিকে উদ্ধার করে রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে রাখা হয়।

 

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

এদিন গোপন সূত্রে খবর পেয়ে শিববাড়ি হাট এলাকায় তল্লাশি চালিয়ে হাতে-নাতে কচ্ছপ সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। রায়গঞ্জ বিভাগের বনাধিকারিক কমল সরকার জানান– আগামীতে যাতে এই কচ্ছপগুলিকে পক্ষীনিবাসে স্থায়ীভাবে রাখা হয় সেবিষয়ে আদালতের কাছে আবেদন করা হবে। পাশাপাশি– কচ্ছপ কারবারে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ দিনাজপুরে ৮৩টি কচ্ছপ উদ্ধার– গ্রেফতার ৪

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার

অপরাজিতা জোয়ারদার– রায়গঞ্জ:  দক্ষিণ দিনাজপুরের শিববাড়ি হাট থেকে ৮৩টি কচ্ছপ সহ চারজনকে যৌথভাবে গ্রেফতার করল বালুরঘাট ও কুশমন্ডি ব্লকের রেঞ্জার ও গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতেরা হল তোতন সরকার– উত্তম সরকার– টুলু সরকার ও ভুরুয়া সরকার। এদের প্রত্যেকের বাড়ি গঙ্গারামপুর থানার চম্পাতলি এলাকায়। জানা গেছে– কচ্ছপগুলি বিহার বা উত্তরপ্রদেশ থেকে এনে হাটে বিক্রি করার চেষ্টা করছিল ধৃতরা। কচ্ছপগুলিকে উদ্ধার করে রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে রাখা হয়।

 

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

এদিন গোপন সূত্রে খবর পেয়ে শিববাড়ি হাট এলাকায় তল্লাশি চালিয়ে হাতে-নাতে কচ্ছপ সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। রায়গঞ্জ বিভাগের বনাধিকারিক কমল সরকার জানান– আগামীতে যাতে এই কচ্ছপগুলিকে পক্ষীনিবাসে স্থায়ীভাবে রাখা হয় সেবিষয়ে আদালতের কাছে আবেদন করা হবে। পাশাপাশি– কচ্ছপ কারবারে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮