২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ করে দেওয়া হল NRS-এর করোনা ইউনিট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 46

পুবের কলম প্রতিবেদক:­ বেশ কিছুদিন ধরে রাজ্যে কমছে করোনা সংক্রমণ। বেশিরভাগ হাসপাতালেই নেই রোগী। তাই আরও একটি সরকারি হাসপাতালে বন্ধ করে দেওয়া হল করোনা ইউনিট। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার শিয়ালদহ এলাকার নীলরতন সরকার বা এনআরএস হাসপাতাল।

প্রসঙ্গত–  রাজ্যে ধীরে ধীরে কমছে করোনার দৈনিক সংক্রমণ। এমন অবস্থায় শুধুমাত্র কোভিড কেয়ার ইউনিট চালু রেখে অন্য রোগের চিকিৎসাকে ব্যাহত করতে চাইছে না স্বাস্থ্যভবন। তাই কিছুদিন ধরে বেশ কিছু হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এবার তালিকায় যুক্ত করা হয়েছে এনআরএস হাসপাতালের কোভিড কেয়ার ইউনিট।

আরও পড়ুন: করোনা-ইউনিট পুনরায় অ্যাকটিভের পরামর্শ স্বাস্থ্য অধিকর্তার

সূত্রের খবর–  এনআরএস হাসপাতালে কোভিড ইউনিট বন্ধ করে চালু হবে চেস্ট মেডিসিন বিভাগ। আগে এখানেই চেস্ট মেডিসিন চলত। করোনার জন্য ওই বিভাগটি বাড়ি ভাড়া নিয়ে অন্য জায়গায় চালানো হচ্ছিল। জানা গিয়েছে– ৩১  ডিসেম্বর ভাড়া বাড়ির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নতুন করে চুক্তি নবীকরণ করা হবে না বলে জানান বাড়ির মালিক। তাই তড়িঘড়ি ফের পুরানো বাড়িতেই চেস্ট মেডিসিন বিভাগটি ফিরিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন: এনআরএস-এ বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন

স্বাস্থ্যভবন সূত্রে খবর–  শুধু কলকাতা নয়–  জেলাতেও এভাবে হাসপাতালগুলিকে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। জেলায় কেবলমাত্র একটি কোভিড কেয়ার ইউনিট রেখে বাকি হাসপাতালগুলিকে পুরনো পরিষেবা ফেরাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। তবে ওমিক্রন নিয়েও সতর্ক থাকবে তারা। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালকে নোডাল হাসপাতাল হিসেবে ধরে নিয়ে প্রস্তুতি জারি রেখেছে স্বাস্থ্যভবন।

আরও পড়ুন: ন্যাশনাল মেডিক্যাল কলেজে এ তুলকালাম, প্রসূতিকে খুনের অভিযোগ! মৃতার দেহে অসংখ্য ক্ষতের দাগ

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্ধ করে দেওয়া হল NRS-এর করোনা ইউনিট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:­ বেশ কিছুদিন ধরে রাজ্যে কমছে করোনা সংক্রমণ। বেশিরভাগ হাসপাতালেই নেই রোগী। তাই আরও একটি সরকারি হাসপাতালে বন্ধ করে দেওয়া হল করোনা ইউনিট। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার শিয়ালদহ এলাকার নীলরতন সরকার বা এনআরএস হাসপাতাল।

প্রসঙ্গত–  রাজ্যে ধীরে ধীরে কমছে করোনার দৈনিক সংক্রমণ। এমন অবস্থায় শুধুমাত্র কোভিড কেয়ার ইউনিট চালু রেখে অন্য রোগের চিকিৎসাকে ব্যাহত করতে চাইছে না স্বাস্থ্যভবন। তাই কিছুদিন ধরে বেশ কিছু হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এবার তালিকায় যুক্ত করা হয়েছে এনআরএস হাসপাতালের কোভিড কেয়ার ইউনিট।

আরও পড়ুন: করোনা-ইউনিট পুনরায় অ্যাকটিভের পরামর্শ স্বাস্থ্য অধিকর্তার

সূত্রের খবর–  এনআরএস হাসপাতালে কোভিড ইউনিট বন্ধ করে চালু হবে চেস্ট মেডিসিন বিভাগ। আগে এখানেই চেস্ট মেডিসিন চলত। করোনার জন্য ওই বিভাগটি বাড়ি ভাড়া নিয়ে অন্য জায়গায় চালানো হচ্ছিল। জানা গিয়েছে– ৩১  ডিসেম্বর ভাড়া বাড়ির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নতুন করে চুক্তি নবীকরণ করা হবে না বলে জানান বাড়ির মালিক। তাই তড়িঘড়ি ফের পুরানো বাড়িতেই চেস্ট মেডিসিন বিভাগটি ফিরিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন: এনআরএস-এ বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন

স্বাস্থ্যভবন সূত্রে খবর–  শুধু কলকাতা নয়–  জেলাতেও এভাবে হাসপাতালগুলিকে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। জেলায় কেবলমাত্র একটি কোভিড কেয়ার ইউনিট রেখে বাকি হাসপাতালগুলিকে পুরনো পরিষেবা ফেরাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। তবে ওমিক্রন নিয়েও সতর্ক থাকবে তারা। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালকে নোডাল হাসপাতাল হিসেবে ধরে নিয়ে প্রস্তুতি জারি রেখেছে স্বাস্থ্যভবন।

আরও পড়ুন: ন্যাশনাল মেডিক্যাল কলেজে এ তুলকালাম, প্রসূতিকে খুনের অভিযোগ! মৃতার দেহে অসংখ্য ক্ষতের দাগ