০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 16

দেবশ্রী মজুমদার,  মুরারইঃ দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস হল দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরল থেকে আগত দারুল হুদা ভাইস চান্সেলর ডঃ বাহাউদ্দিন নাদাবি,  মুরারই এম.এল.এ ডঃ মুশারাফ হোসেন উপস্থিত ছিলেন,  এছাড়া বিডিও নাজির হোসেন, বিএলআরও কিশলয় দত্ত,  কেরল থেকে আগত দারুল হুদা সেক্রেটারি শাফি হাজি,  এন.সি রাশিদ হাজি, পাইকর ওসি অরূপ কুমার দত্ত, রামপুরহাট এস.ডি.ও সাদ্দাম নাভাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।

দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস
দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরারই বিধায়ক ডাঃ মোশারফ হোসেন। মহিলা কলেজের শিলান্যাসের পাশাপাশি ডঃ বাহাউদ্দিন নাদাবি দারুল হুদা আবাসিক ব্লক উদ্বোধন ও হোস্টেলের সূচনা করেন।

আরও পড়ুন: বাদুড়িয়ায় কোরআনিয়া মক্তবের উদ্বোধন ও মসজিদের শিলান্যাস 

আরও পড়ুন: পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার,  মুরারইঃ দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস হল দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরল থেকে আগত দারুল হুদা ভাইস চান্সেলর ডঃ বাহাউদ্দিন নাদাবি,  মুরারই এম.এল.এ ডঃ মুশারাফ হোসেন উপস্থিত ছিলেন,  এছাড়া বিডিও নাজির হোসেন, বিএলআরও কিশলয় দত্ত,  কেরল থেকে আগত দারুল হুদা সেক্রেটারি শাফি হাজি,  এন.সি রাশিদ হাজি, পাইকর ওসি অরূপ কুমার দত্ত, রামপুরহাট এস.ডি.ও সাদ্দাম নাভাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।

দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস
দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরারই বিধায়ক ডাঃ মোশারফ হোসেন। মহিলা কলেজের শিলান্যাসের পাশাপাশি ডঃ বাহাউদ্দিন নাদাবি দারুল হুদা আবাসিক ব্লক উদ্বোধন ও হোস্টেলের সূচনা করেন।

আরও পড়ুন: বাদুড়িয়ায় কোরআনিয়া মক্তবের উদ্বোধন ও মসজিদের শিলান্যাস 

আরও পড়ুন: পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস