০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘লাব্বাইক মিশন’-এর নামাযঘরের ভিত্তিস্থাপন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 16

পুবের কলম প্রতিবেদক­ কোনও রকম আড়ম্বরতা ছাড়াই জুমার নামাযের পর দোয়ার মধ্যদিয়ে নেতড়ায় ‘লাব্বাইক মিশন’-এর নামাযঘরের ভিত্তিস্থাপন হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার নেতড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লাব্বাইক মিশন। দীর্ঘ ২৩ বছর হতদরিদ্র পরিবারের শিশুরা এখানে শিক্ষার আলোয় বিকশিত হচ্ছে। চলছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পঠন-পাঠন। মিশনের শিক্ষার্থীদের নামাযঘরের দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে চলেছে। শুক্রবার নামাযের পর দোয়ার মধ্যদিয়ে নামাযঘরের ভিত্তিস্থাপন হয়। উপস্থিত ছিলেন—শিক্ষারত্ন  আলহাজ নুর নবী জমাদার– সমাজসেবী শাহাবুদ্দিন মিস্ত্রি– লাব্বাইক মিশন-এর সম্পাদক আজিজুল হক প্রমুখ। ( ছবি প্রতীকী )

 

আরও পড়ুন: বাদুড়িয়ায় কোরআনিয়া মক্তবের উদ্বোধন ও মসজিদের শিলান্যাস 

 

আরও পড়ুন: পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

আরও পড়ুন: দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘লাব্বাইক মিশন’-এর নামাযঘরের ভিত্তিস্থাপন

আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক­ কোনও রকম আড়ম্বরতা ছাড়াই জুমার নামাযের পর দোয়ার মধ্যদিয়ে নেতড়ায় ‘লাব্বাইক মিশন’-এর নামাযঘরের ভিত্তিস্থাপন হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার নেতড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লাব্বাইক মিশন। দীর্ঘ ২৩ বছর হতদরিদ্র পরিবারের শিশুরা এখানে শিক্ষার আলোয় বিকশিত হচ্ছে। চলছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পঠন-পাঠন। মিশনের শিক্ষার্থীদের নামাযঘরের দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে চলেছে। শুক্রবার নামাযের পর দোয়ার মধ্যদিয়ে নামাযঘরের ভিত্তিস্থাপন হয়। উপস্থিত ছিলেন—শিক্ষারত্ন  আলহাজ নুর নবী জমাদার– সমাজসেবী শাহাবুদ্দিন মিস্ত্রি– লাব্বাইক মিশন-এর সম্পাদক আজিজুল হক প্রমুখ। ( ছবি প্রতীকী )

 

আরও পড়ুন: বাদুড়িয়ায় কোরআনিয়া মক্তবের উদ্বোধন ও মসজিদের শিলান্যাস 

 

আরও পড়ুন: পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

আরও পড়ুন: দারুল হুদা মহিলা কলেজের শিলান্যাস