০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌরভের বাড়িতে ফের করোনার হানা, আপ্তসহায়ক সহ আক্রান্ত পরিবারের ৩ সদস্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্কঃ দুশ্চিন্তা আর পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই বাড়ি ফিরেছেন BCCI প্রেসিডেন্ট, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এবার সেই বেহালার বাড়িতে হানা দিল করোনা। আক্রান্ত পরিবারের তিনসদস্য সহ সৌরভের আপ্ত সহায়ক। আক্রান্ত হয়েছেন সৌরভের ছোট কাকা, সিএবি কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায়। বেহালার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তারা। সৌরভের আপ্তসহায়কও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর জ্বর রয়েছে। এর আগেই সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও কোভিড আক্রান্ত হন।

উল্লেখ্য, মৃদু উপসর্গ নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ। পরে তার ওমিক্রন পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকেরা জানান, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে আইসোলেশনে থাকাই ভালো। সেই মতো বছরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। সৌরভকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে হবে। তাঁর শারীরিক অবস্থা ভালোই। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।  সৌরভের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে কল্যাণী থেকে। রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। সমস্ত করোনা প্রোটোকল মেনে চলতে হবে বাড়িতেও। যাবতীয় ওষুধপত্রও চলবে।
ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত খেতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে তাঁর জন্য ভেপার নিতে হবে। ১৪ দিন বাড়িতে কাটানোর পর ফের সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যপরীক্ষা হবে। তার পরই বাড়ি থেকে বেরোনোর ছাড়পত্র মিলবে। এ দিন হাসিমুখেই হাসপাতাল থেকে বের হন  সৌরভ। হাত নাড়িয়ে সকলকে জানিয়ে দেন তিনি ভালো আছেন।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌরভের বাড়িতে ফের করোনার হানা, আপ্তসহায়ক সহ আক্রান্ত পরিবারের ৩ সদস্য

আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দুশ্চিন্তা আর পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই বাড়ি ফিরেছেন BCCI প্রেসিডেন্ট, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এবার সেই বেহালার বাড়িতে হানা দিল করোনা। আক্রান্ত পরিবারের তিনসদস্য সহ সৌরভের আপ্ত সহায়ক। আক্রান্ত হয়েছেন সৌরভের ছোট কাকা, সিএবি কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায়। বেহালার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তারা। সৌরভের আপ্তসহায়কও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর জ্বর রয়েছে। এর আগেই সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও কোভিড আক্রান্ত হন।

উল্লেখ্য, মৃদু উপসর্গ নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ। পরে তার ওমিক্রন পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকেরা জানান, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে আইসোলেশনে থাকাই ভালো। সেই মতো বছরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। সৌরভকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে হবে। তাঁর শারীরিক অবস্থা ভালোই। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।  সৌরভের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে কল্যাণী থেকে। রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। সমস্ত করোনা প্রোটোকল মেনে চলতে হবে বাড়িতেও। যাবতীয় ওষুধপত্রও চলবে।
ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত খেতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে তাঁর জন্য ভেপার নিতে হবে। ১৪ দিন বাড়িতে কাটানোর পর ফের সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যপরীক্ষা হবে। তার পরই বাড়ি থেকে বেরোনোর ছাড়পত্র মিলবে। এ দিন হাসিমুখেই হাসপাতাল থেকে বের হন  সৌরভ। হাত নাড়িয়ে সকলকে জানিয়ে দেন তিনি ভালো আছেন।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা