২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘নরখাদক’ শিক্ষক!  যাবজ্জীবন দিল আদালত  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্কঃ  এক ব্যক্তিকে হত্যার পর তার মাংস খাওয়ার অপরাধে প্রাক্তন এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত। ২০২০ সালের সেপ্টেম্বরের ঘটনা। অনলাইনের মাধ্যমে একজনকে বাড়িতে ডেকে ঠাণ্ডা মাথায় খুন করে সেই শিক্ষক, এরপর চলে কাঁচা মাংস খাওয়ার পালা। বার্লিনের ওই আদালত ‍‌‌‌‌‌‌’নরখাদক’ আর স্টেফান নামে ৪২ বছরের ওই অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে।

বিচারক ম্যাথিয়াস রায় ঘোষণায় বলেন, ‘আমার তিন দশকের কর্মজীবনে এমন ঘটনা দেখিনি।’ স্টেফানের আইনজীবী আদালতে বলেন, স্টেফান এবং নিহত ব্যক্তি দু’জনেই সমকামী ছিলেন এবং ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। খুনের অভিযোগ অস্বীকার করে স্টেফান দাবি করেন, ওই ব্যক্তি তার বাড়িতে এসে হঠাৎই মারা যান। তারপর তিনি তার যৌনাঙ্গ এবং দেহের অন্য কিছু অংশ কেটে খেয়েছিলেন। কিন্তু বিচারক সেই সাফাই খারিজ করে দেন। তদন্তে জানা গেছে, একটি ‘ডেটিং অ্যাপ’-এর মাধ্যমে পরিচয়ের পর স্টেফান ওই সমকামী ব্যক্তিকে নিজের বাড়িতে ডেকে মাদক খাইয়ে গলা কেটে খুন করে। সম্ভবত, অপরাধীর ধারণা ছিল মানুষের যৌনাঙ্গ খেলে যৌনক্ষমতা বাড়বে। তাই ‘শিকারের’ যৌনাঙ্গ কেটে খায় সে। এরপর নিহতের দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয় স্টেফান। ২০২০ সালের নভেম্বরে বার্লিনের উত্তর-পূর্বাঞ্চলের একটি পার্কে মানুষের হাড় পাওয়ার পরে তদন্তে নামে জার্মানির পুলিশ। এরপর গ্রেফতার হয় নরখাদক স্টেফান।

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ

 

আরও পড়ুন: বিচারপতি সিনহার এজলাসে ব্যালট পেপার সংক্রান্ত রিপোর্ট দিলেন জগাছার বিডিও

আরও পড়ুন: গরু পাচার মামলায় সায়গলের বেআইনি সম্পত্তির কথা আদালতকে জানালো সিবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘নরখাদক’ শিক্ষক!  যাবজ্জীবন দিল আদালত  

আপডেট : ৯ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  এক ব্যক্তিকে হত্যার পর তার মাংস খাওয়ার অপরাধে প্রাক্তন এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত। ২০২০ সালের সেপ্টেম্বরের ঘটনা। অনলাইনের মাধ্যমে একজনকে বাড়িতে ডেকে ঠাণ্ডা মাথায় খুন করে সেই শিক্ষক, এরপর চলে কাঁচা মাংস খাওয়ার পালা। বার্লিনের ওই আদালত ‍‌‌‌‌‌‌’নরখাদক’ আর স্টেফান নামে ৪২ বছরের ওই অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে।

বিচারক ম্যাথিয়াস রায় ঘোষণায় বলেন, ‘আমার তিন দশকের কর্মজীবনে এমন ঘটনা দেখিনি।’ স্টেফানের আইনজীবী আদালতে বলেন, স্টেফান এবং নিহত ব্যক্তি দু’জনেই সমকামী ছিলেন এবং ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। খুনের অভিযোগ অস্বীকার করে স্টেফান দাবি করেন, ওই ব্যক্তি তার বাড়িতে এসে হঠাৎই মারা যান। তারপর তিনি তার যৌনাঙ্গ এবং দেহের অন্য কিছু অংশ কেটে খেয়েছিলেন। কিন্তু বিচারক সেই সাফাই খারিজ করে দেন। তদন্তে জানা গেছে, একটি ‘ডেটিং অ্যাপ’-এর মাধ্যমে পরিচয়ের পর স্টেফান ওই সমকামী ব্যক্তিকে নিজের বাড়িতে ডেকে মাদক খাইয়ে গলা কেটে খুন করে। সম্ভবত, অপরাধীর ধারণা ছিল মানুষের যৌনাঙ্গ খেলে যৌনক্ষমতা বাড়বে। তাই ‘শিকারের’ যৌনাঙ্গ কেটে খায় সে। এরপর নিহতের দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয় স্টেফান। ২০২০ সালের নভেম্বরে বার্লিনের উত্তর-পূর্বাঞ্চলের একটি পার্কে মানুষের হাড় পাওয়ার পরে তদন্তে নামে জার্মানির পুলিশ। এরপর গ্রেফতার হয় নরখাদক স্টেফান।

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ

 

আরও পড়ুন: বিচারপতি সিনহার এজলাসে ব্যালট পেপার সংক্রান্ত রিপোর্ট দিলেন জগাছার বিডিও

আরও পড়ুন: গরু পাচার মামলায় সায়গলের বেআইনি সম্পত্তির কথা আদালতকে জানালো সিবিআই