ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অরুণাচলের তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ চিন সেনার বিরুদ্ধে
- আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 56
- পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এক তরুণকে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। অরুণাচলের সিয়াং জেলা থেকে ১৭ বছরের এক তরুণকে তুলে নিয়ে গিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি এমনটাই অভিযোগ।

অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে তুলে নিয়ে গিয়েছে।
খবর মিলেছে মঙ্গলবার আপার সিয়াংয়ের বাসিন্দা মিরাম তারনকে অপহরণ করেছে পিএলএ। তারন জঙ্গলে গিয়ে শিকার করতো। মুলত সীমান্ত এলাকায় সে শিকার করত৷ এই সময় তাকে তুলে নিয়ে পিএলএ সেনারা, তারনের সঙ্গীরা কোনমতে পালিয়ে যেতে সমর্থ হয়। আপার সিয়াংয়ের ডেপুটি কমিশনার শাশ্বত সৌরভ একথা জানিয়েছেন।
অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে তুলে নিয়ে গিয়েছে। ভারতীয় ভূখন্ডের লুংতা জোর এলাকাতে ঢুকে চিন এই কাজ করেছে। এদিকে এই এলাকায় ২০১৮ সালে চিন ভারতের মধ্যে ঢুকে ৩-৪ কিমি রাস্তা তৈরি করে ফেলেছিল। ওই সাংসদ দাবি করেছেন।





















































