১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিবেকানন্দ স্কলারশিপে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার

পুবের কলম প্রতিবেদকঃ বিবেকানন্দ স্কলারশিপে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রের খবর–  এই বৃত্তি খাতে প্রাযü তিন গুণ অর্থ বরাদ্দ করা হয়েছে। যার পরিমাণ হল ১ হাজার ২০০ কোটি টাকা। গত বছর এই বৃত্তি সংক্রান্ত পোর্টাল চালু করেছিল শিক্ষা দফতর। সেই সমযü আবেদন জমা পড়েছিল প্রাযü ৩ লক্ষ। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে তারও বেশি আবেদন জমা পড়ার সম্ভাবনা রযেছে। এখনও পর্যন্ত ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে আবার সবচেয়ে।  বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে।

ইতিমধ্যেই বেশ কিছু ছাত্রছাত্রী টাকা পেতে শুরু করেছেন। যে সংখ্যাটা হল ১ লক্ষ ৮০ হাজারের বেশি। যেহেতু আবেদনপত্র জমা দেওয়ার সমযüসীমা এখনও শেষ হযüনি ফলে এই বৃত্তির জন্য আরও বেশি আবেদন জমা পড়ে বলে আশা করছে শিক্ষা দফতর।

আরও পড়ুন: উৎসবের মরসুমে আতসবাজি ফাটানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার

প্রসঙ্গত–  গত শিক্ষাবর্ষে এই খাতে ৩৯৫ কোটি টাকা বরাদ্দ করা হযেüছিল। এই বৃত্তি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রথমে শেষ পরীক্ষাযü ৭৫ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হলেও পরবর্তী সময়ে  তা কমিয়ে ৬০ শতাংশ করা হযেছে। পাশাপাশি– পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষের কম হতে হবে। তবেই ছাত্র ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: জলাভূমি লিজ দেওয়ার জন্য পোর্টাল চালু করছে রাজ্য সরকার

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিবেকানন্দ স্কলারশিপে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার

আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ বিবেকানন্দ স্কলারশিপে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রের খবর–  এই বৃত্তি খাতে প্রাযü তিন গুণ অর্থ বরাদ্দ করা হয়েছে। যার পরিমাণ হল ১ হাজার ২০০ কোটি টাকা। গত বছর এই বৃত্তি সংক্রান্ত পোর্টাল চালু করেছিল শিক্ষা দফতর। সেই সমযü আবেদন জমা পড়েছিল প্রাযü ৩ লক্ষ। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে তারও বেশি আবেদন জমা পড়ার সম্ভাবনা রযেছে। এখনও পর্যন্ত ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে আবার সবচেয়ে।  বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে।

ইতিমধ্যেই বেশ কিছু ছাত্রছাত্রী টাকা পেতে শুরু করেছেন। যে সংখ্যাটা হল ১ লক্ষ ৮০ হাজারের বেশি। যেহেতু আবেদনপত্র জমা দেওয়ার সমযüসীমা এখনও শেষ হযüনি ফলে এই বৃত্তির জন্য আরও বেশি আবেদন জমা পড়ে বলে আশা করছে শিক্ষা দফতর।

আরও পড়ুন: উৎসবের মরসুমে আতসবাজি ফাটানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার

প্রসঙ্গত–  গত শিক্ষাবর্ষে এই খাতে ৩৯৫ কোটি টাকা বরাদ্দ করা হযেüছিল। এই বৃত্তি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রথমে শেষ পরীক্ষাযü ৭৫ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হলেও পরবর্তী সময়ে  তা কমিয়ে ৬০ শতাংশ করা হযেছে। পাশাপাশি– পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষের কম হতে হবে। তবেই ছাত্র ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: জলাভূমি লিজ দেওয়ার জন্য পোর্টাল চালু করছে রাজ্য সরকার

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের