২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেনমার্কে ‘করোনা’ আর আতঙ্কের নাম নয়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্কঃ ডেনমার্কে করোনা অতিমারি আর আতঙ্কের নাম নয়। এটি আর জটিল কোনও রোগ নয় বলে জানিয়েছে দেশের সরকার। করোনা বিধিনিষেধ আর নেই ডেনমার্কে।  ইতিমধ্যেই আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসে লকডাউন শিথিল করা হয়েছে। ইংল্যান্ডে প্রায় সমস্ত কোভিড প্রোটোকল তুলে দেওয়া হয়েছে। দেশগুলির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, করোনা কোনও আতঙ্কের নাম নয়। এটি জটিল রোগ নয়।

উল্লেখ্য, টিকাকরণের সফলতার নিরিখে ডেনমার্ক উপরের দিকে রয়েছে। ড্যানিশ বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা প্রচুর হলেও হাসপাতালে ভর্তি হচ্ছেন তার মধ্যে হাতে গোনা কয়েক জন। তাই অথযা বিধিনিষেধ আরোপ করে মানুষকে ব্যতিব্যস্ত করার দরকার নেই।

আরও পড়ুন: ভারতে কোভিডের পরিস্থিতি স্থিতিশীল

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ড্যানিশ রেডিয়োকে বলেছেন, ‘আমি বলছি না এখনই আমরা বিধিনিষেধকে একেবারে হয়তো বিদায় দিতে পারব। আমরা এটাও জানি না যে আগামী দিনে করোনার নতুন কোনও রূপ আবির্ভূত হবে কি না। কিন্তু আপাতত বিদায় জানাতেই পারি।’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হেড, খেলবেন না হায়দরাবাদের হয়ে

৫৮ লক্ষ জনসংখ্যার দেশ ডেনমার্কে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে দৈনিক ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তির হার অত্যন্ত কম। ডেনমার্কের পথে হেঁটেই, ইংল্যান্ডেও সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসেও লকডাউন শিথিল করার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। ফ্রান্সেও বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? জানুন

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেনমার্কে ‘করোনা’ আর আতঙ্কের নাম নয়

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ডেনমার্কে করোনা অতিমারি আর আতঙ্কের নাম নয়। এটি আর জটিল কোনও রোগ নয় বলে জানিয়েছে দেশের সরকার। করোনা বিধিনিষেধ আর নেই ডেনমার্কে।  ইতিমধ্যেই আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসে লকডাউন শিথিল করা হয়েছে। ইংল্যান্ডে প্রায় সমস্ত কোভিড প্রোটোকল তুলে দেওয়া হয়েছে। দেশগুলির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, করোনা কোনও আতঙ্কের নাম নয়। এটি জটিল রোগ নয়।

উল্লেখ্য, টিকাকরণের সফলতার নিরিখে ডেনমার্ক উপরের দিকে রয়েছে। ড্যানিশ বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা প্রচুর হলেও হাসপাতালে ভর্তি হচ্ছেন তার মধ্যে হাতে গোনা কয়েক জন। তাই অথযা বিধিনিষেধ আরোপ করে মানুষকে ব্যতিব্যস্ত করার দরকার নেই।

আরও পড়ুন: ভারতে কোভিডের পরিস্থিতি স্থিতিশীল

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ড্যানিশ রেডিয়োকে বলেছেন, ‘আমি বলছি না এখনই আমরা বিধিনিষেধকে একেবারে হয়তো বিদায় দিতে পারব। আমরা এটাও জানি না যে আগামী দিনে করোনার নতুন কোনও রূপ আবির্ভূত হবে কি না। কিন্তু আপাতত বিদায় জানাতেই পারি।’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হেড, খেলবেন না হায়দরাবাদের হয়ে

৫৮ লক্ষ জনসংখ্যার দেশ ডেনমার্কে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে দৈনিক ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তির হার অত্যন্ত কম। ডেনমার্কের পথে হেঁটেই, ইংল্যান্ডেও সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসেও লকডাউন শিথিল করার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। ফ্রান্সেও বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? জানুন