২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোনাল্ডোর পেনাল্টি মিসে এফ এ কাপ থেকে বিদায় ম্যানইউ’র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 43

পুবের কলম ওয়েবডেস্কঃ রাত কাটলেই জন্মদিন। এমন একটা দিনে দলকে জয় এনে দিয়ে নিজেকে নিশ্চিতভাবে জন্মদিনের সেরা উপহার দিতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাস্তবে অবশ্য ঠিক উল্টোটাই ঘটল। তার পেনাল্টি মিসের ফলে অখ্যাত এক দলের কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে।

ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরোর বিপক্ষে খেলতে নেমেছিল ইউনাইটেড। এফএ কাপে এমন একটা ম্যাচ সহজেই জেতার কথা দলটির। বিশেষ করে দলে যেখানে রোনাল্ডোর মতো একজন মহাতারকা উপস্থিত ছিলেন। সেই রোনাল্ডো কিনা পেনাল্টি মিস করে বসলেন। যেটা দলের ক্ষেত্রে কাল হয়ে দাঁড়াল।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

রোনাল্ডোর পেনাল্টি মিসের পরও অবশ্য জেতার সুযোগ ছিল ম্যানইউ’র।কিন্তু শেষমেশ পেনাল্টি শুটআউটে রোনাল্ডোর দল হেরে বসেছে ৮-৭ গোলে। দ্বিতীয় বিভাগের দলের কাছে এই হারের ফলে এফএ কাপ থেকে বিদায় হয়ে গেল রেড ডেভিলদের। ম্যাচের বয়স তখন ২০ মিনিট। গোলের দারুণ সুযোগটা এলেও পল পগবা প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হন। তাতেই পেনাল্টি পায় ম্যাঞ্চস্টার ইউনাটেড। পেনাল্টি বিশেষজ্ঞ রোনাল্ডো মিস করে বসেন পেনাল্টিটা।

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

এর কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো লং বলটা আয়ত্বে নিয়ে দারুণ এক গোল করে বসেন জেডন স্যাঞ্চো। ৬৪ মিনিটে দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরো সমতা ফেরায় ম্যাচে। ডানকান ওয়াটমোরের বাড়ানো বলে গোল করেন ম্যাট ক্রুকস। এরপরই ব্রুনো ফার্নান্দেজের শট লেগে ফিরেছে বারপোস্টে। নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, ১২০ মিনিট শেষেও তাই গোলের দেখা পায়নি রোনাল্ডোর দল। খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। রোনাল্ডো পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে গোল মিস করেননি।তবে দ্বিতীয় বিভাগের দলটির অষ্টম পেনাল্টিতে লি পেল্টিয়ারের করা গোলটির জবাব দিতে পারেনি ইউনাইটেড। অ্যান্থনি এলাঙ্গা করে বসেন পেনাল্টি মিস। তাতে ৮-৭ ব্যবধানে হেরে গিয়ে এফএ কাপ থেকে বিদায় নেয় ইউনাইটেড।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোনাল্ডোর পেনাল্টি মিসে এফ এ কাপ থেকে বিদায় ম্যানইউ’র

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রাত কাটলেই জন্মদিন। এমন একটা দিনে দলকে জয় এনে দিয়ে নিজেকে নিশ্চিতভাবে জন্মদিনের সেরা উপহার দিতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাস্তবে অবশ্য ঠিক উল্টোটাই ঘটল। তার পেনাল্টি মিসের ফলে অখ্যাত এক দলের কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে।

ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরোর বিপক্ষে খেলতে নেমেছিল ইউনাইটেড। এফএ কাপে এমন একটা ম্যাচ সহজেই জেতার কথা দলটির। বিশেষ করে দলে যেখানে রোনাল্ডোর মতো একজন মহাতারকা উপস্থিত ছিলেন। সেই রোনাল্ডো কিনা পেনাল্টি মিস করে বসলেন। যেটা দলের ক্ষেত্রে কাল হয়ে দাঁড়াল।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

রোনাল্ডোর পেনাল্টি মিসের পরও অবশ্য জেতার সুযোগ ছিল ম্যানইউ’র।কিন্তু শেষমেশ পেনাল্টি শুটআউটে রোনাল্ডোর দল হেরে বসেছে ৮-৭ গোলে। দ্বিতীয় বিভাগের দলের কাছে এই হারের ফলে এফএ কাপ থেকে বিদায় হয়ে গেল রেড ডেভিলদের। ম্যাচের বয়স তখন ২০ মিনিট। গোলের দারুণ সুযোগটা এলেও পল পগবা প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হন। তাতেই পেনাল্টি পায় ম্যাঞ্চস্টার ইউনাটেড। পেনাল্টি বিশেষজ্ঞ রোনাল্ডো মিস করে বসেন পেনাল্টিটা।

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

এর কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো লং বলটা আয়ত্বে নিয়ে দারুণ এক গোল করে বসেন জেডন স্যাঞ্চো। ৬৪ মিনিটে দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরো সমতা ফেরায় ম্যাচে। ডানকান ওয়াটমোরের বাড়ানো বলে গোল করেন ম্যাট ক্রুকস। এরপরই ব্রুনো ফার্নান্দেজের শট লেগে ফিরেছে বারপোস্টে। নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, ১২০ মিনিট শেষেও তাই গোলের দেখা পায়নি রোনাল্ডোর দল। খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। রোনাল্ডো পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে গোল মিস করেননি।তবে দ্বিতীয় বিভাগের দলটির অষ্টম পেনাল্টিতে লি পেল্টিয়ারের করা গোলটির জবাব দিতে পারেনি ইউনাইটেড। অ্যান্থনি এলাঙ্গা করে বসেন পেনাল্টি মিস। তাতে ৮-৭ ব্যবধানে হেরে গিয়ে এফএ কাপ থেকে বিদায় নেয় ইউনাইটেড।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের