২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুরসম্রাজ্ঞী লতার শেষ বিদায়ে হাত তুলে দোয়া করলেন শারুখ

মাসুদ আলি
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্ক : সুর সম্রাজ্ঞী লতার শেষ বিদায়ে কেবল তারকা নয় ভিড় করেছিল গোটা তারকামন্ডল।মরদেহের সামনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন শারুখ খান। পাশে দাঁড়িয়ে নমস্কার করে শ্রদ্ধা জানালেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি । কেবল ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেননি শাহরুখ। পায়ে হাত দিয়ে প্রণামও করেন শাহরুখ। তাঁর এই ছবি দ্রুত ভাইরাল হয়। সোশ্যাল সাইটে নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

এক শাহরুখ ভক্ত লিখেছেন “এক হি দিল হ্যায় কিতনি বার জিতোঙ্গে খান সাহেব (আমার একটাই হৃদয় আছে। আপনি কতবার জিতবেন),” একজন ভক্ত জিজ্ঞেস করলেন। অন্য একজন ভক্ত লিখেছেন, “শাহরুখ একজন সত্যিকারের ভদ্রলোক, তিনি সবসময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরিবর্তে শ্রদ্ধা জানান… তিনি একজন মহান মানুষ।”

আরও পড়ুন: Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে

শিবাজি পার্কে শাহরুখ এদিন রাজনীতিবিদ শরদ পাওয়ারের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন ।কিংবদন্তি লতা মঙ্গেশকরের শেষযাত্রায় সামিল ২৭০০ পুলিস, ২০ জন ডিসিপি সহ উচ্চপদস্থ কর্তারা। শিবাজি পার্কে ‘লতাজি’কে শেষশ্রদ্ধা জানালেন রাজ ঠাকরে। তাঁকে শেষ শ্রদ্ধা জানান  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. শচিন তেন্ডুলকর, আমির খান, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর প্রমুখ ।শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন তাঁর বোন আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন: ‘হুমকির শিকার হচ্ছেন,’ সাংবাদিক বৈঠক করে জানালেন এনসিবি’র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে

আরও পড়ুন: প্রকাশ সিং বাদলের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক, শেষকৃত্যে মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুরসম্রাজ্ঞী লতার শেষ বিদায়ে হাত তুলে দোয়া করলেন শারুখ

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : সুর সম্রাজ্ঞী লতার শেষ বিদায়ে কেবল তারকা নয় ভিড় করেছিল গোটা তারকামন্ডল।মরদেহের সামনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন শারুখ খান। পাশে দাঁড়িয়ে নমস্কার করে শ্রদ্ধা জানালেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি । কেবল ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেননি শাহরুখ। পায়ে হাত দিয়ে প্রণামও করেন শাহরুখ। তাঁর এই ছবি দ্রুত ভাইরাল হয়। সোশ্যাল সাইটে নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

এক শাহরুখ ভক্ত লিখেছেন “এক হি দিল হ্যায় কিতনি বার জিতোঙ্গে খান সাহেব (আমার একটাই হৃদয় আছে। আপনি কতবার জিতবেন),” একজন ভক্ত জিজ্ঞেস করলেন। অন্য একজন ভক্ত লিখেছেন, “শাহরুখ একজন সত্যিকারের ভদ্রলোক, তিনি সবসময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরিবর্তে শ্রদ্ধা জানান… তিনি একজন মহান মানুষ।”

আরও পড়ুন: Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে

শিবাজি পার্কে শাহরুখ এদিন রাজনীতিবিদ শরদ পাওয়ারের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন ।কিংবদন্তি লতা মঙ্গেশকরের শেষযাত্রায় সামিল ২৭০০ পুলিস, ২০ জন ডিসিপি সহ উচ্চপদস্থ কর্তারা। শিবাজি পার্কে ‘লতাজি’কে শেষশ্রদ্ধা জানালেন রাজ ঠাকরে। তাঁকে শেষ শ্রদ্ধা জানান  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. শচিন তেন্ডুলকর, আমির খান, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর প্রমুখ ।শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন তাঁর বোন আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন: ‘হুমকির শিকার হচ্ছেন,’ সাংবাদিক বৈঠক করে জানালেন এনসিবি’র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে

আরও পড়ুন: প্রকাশ সিং বাদলের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক, শেষকৃত্যে মোদি