১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

হিজাব বিতর্কে আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল-পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে--- (ছবি-খালিদুর রহিম)

পুবের কলম ওয়েবডেস্ক: কর্ণাটকের হিজাব নিষেধাজ্ঞার আঁচ এসে পড়ল কলকাতায়। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে নামে।

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পার্কসার্কাস ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে সেভেনে পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় এই প্রতিবাদ মিছিল সিআইটি রোড হয়ে পদ্মপুকুর পর্যন্ত যায় বলে জানান তারা।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ‌’হাম ছিনকে লেঙ্গে আজাদি…’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মিছিল। মূলত, কে কোন পোষাক পরবে, কিভাবে চলবে এই সমস্ত অধিকার আমাদের সংবিধান দিয়েছে। সেই অধিকারে যদিও কেউ হস্তক্ষেপ করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব বলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়ারা জানান।

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

তাঁদের আশঙ্কা,  আজ কর্ণাটকের ছাত্রীদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগামীদিনে যে আমাদেরকে বলবে না ‌‌’হিজাব বা বোরখা’  পরা চলবে না, তা কে জানে। তাই হিজাব পরা আমাদের সাংবিধানিক অধিকার,  সেই অধিকারকে সামনে রেখে আমরা পথে নেমেছি।

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

পার্কসার্কাস থেকে ক্যাম্পাস থেকে শুরু করে পদ্মপুকুর হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই প্রতিবাদ মিছিল।

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: কর্ণাটকের হিজাব নিষেধাজ্ঞার আঁচ এসে পড়ল কলকাতায়। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে নামে।

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পার্কসার্কাস ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে সেভেনে পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় এই প্রতিবাদ মিছিল সিআইটি রোড হয়ে পদ্মপুকুর পর্যন্ত যায় বলে জানান তারা।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ‌’হাম ছিনকে লেঙ্গে আজাদি…’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মিছিল। মূলত, কে কোন পোষাক পরবে, কিভাবে চলবে এই সমস্ত অধিকার আমাদের সংবিধান দিয়েছে। সেই অধিকারে যদিও কেউ হস্তক্ষেপ করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব বলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়ারা জানান।

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

তাঁদের আশঙ্কা,  আজ কর্ণাটকের ছাত্রীদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগামীদিনে যে আমাদেরকে বলবে না ‌‌’হিজাব বা বোরখা’  পরা চলবে না, তা কে জানে। তাই হিজাব পরা আমাদের সাংবিধানিক অধিকার,  সেই অধিকারকে সামনে রেখে আমরা পথে নেমেছি।

কর্ণাটকের হিজাব বিতর্ক: প্রতিবাদ কলকাতায়

পার্কসার্কাস থেকে ক্যাম্পাস থেকে শুরু করে পদ্মপুকুর হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই প্রতিবাদ মিছিল।