০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহের মাঝেই রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে হঠাৎ সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মমতা। বিকেল ৩টে ৫১ মিনিটে রাজভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হতে পারে বলেই সূত্র মারফৎ খবর। তবে সরকারিভাবে কোনও তরফে কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

জানা গেছে, রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন জগদীপ ধনকড়। অন্যদিকে, বুধবার নবান্নে করোনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ ১৫ জুলাই রাজ্যে শেষ হচ্ছে করোনার বিধিনিষেধ। তার আগে পরবর্তী পদক্ষেপ নিয়েই এই বৈঠক ছিল বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষেই মুখ্যমন্ত্রী গাড়ি সোজা চলে আসে রাজভবনে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

পিএসসির চেয়ারম্যান বিতর্ক ইস্যুতেও কথা হতে পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে। এই নিয়ে এর আগে রাজ্যপাল কথা বলার ইচ্ছে প্রকাশ করছিলেন। কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। এদিন সব ইস্যুতেই কথা হবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহের মাঝেই রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে হঠাৎ সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মমতা। বিকেল ৩টে ৫১ মিনিটে রাজভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হতে পারে বলেই সূত্র মারফৎ খবর। তবে সরকারিভাবে কোনও তরফে কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

জানা গেছে, রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন জগদীপ ধনকড়। অন্যদিকে, বুধবার নবান্নে করোনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ ১৫ জুলাই রাজ্যে শেষ হচ্ছে করোনার বিধিনিষেধ। তার আগে পরবর্তী পদক্ষেপ নিয়েই এই বৈঠক ছিল বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষেই মুখ্যমন্ত্রী গাড়ি সোজা চলে আসে রাজভবনে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

পিএসসির চেয়ারম্যান বিতর্ক ইস্যুতেও কথা হতে পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে। এই নিয়ে এর আগে রাজ্যপাল কথা বলার ইচ্ছে প্রকাশ করছিলেন। কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। এদিন সব ইস্যুতেই কথা হবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের