২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরো সময় মাঠে কাটিয়ে দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্ক : ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচে গোলের জন্য হন্যে হয়ে ৯০ মিনিট দৌড়েও একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করে গোলশূন্য ড্র করতে বাধ্য হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। যদিও এ ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইউনাইটেডের। একটা সময় মনে হয়েছিল পল পগবার ইউনাইটেড পর্ব শেষ হয়ে গিয়েছে, সেই পগবা এদিন ম্যাচে মাতিয়ে দিলেন। ফ্রেড, মাতিচের সঙ্গে পগবা ও ব্রুনো ফার্নান্দেজকে দলে রাখায় মূল একাদশে ফরোয়ার্ড বলতে রোনাল্ডো ছিলেন। তাঁর সঙ্গী হিসেবে ছিলেন গত কয়েক ম্যাচে দারুণ ফর্মে থাকা অ্যান্থনি এলাঙ্গা। তাতে অবশ্য দিনের শেষ জয় তুলে আনতে পারল না ম্যান ইউ।

এ ম্যাচে রোনাল্ডোকে তার পরিচিত জায়গা ডান প্রান্তেই খেলতে দেখা যায়। রোনাল্ডোকে ডিফেন্ডার টেনে নিয়ে বক্সের সামনে সতীর্থের জন্য জায়গা বের করে দিতে দেখা গিয়েছে বেশ কয়েকবার। কিন্তু কখনো ফার্নান্দেজ, কখনো মাতিচরা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। রোনাল্ডো নিজেও অনেক গুলি গোলের সুযোগ নষ্ট করেন। ফলে ম্যাচের বড় একটা অংশ বল দখলে রেখে এবং প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ পাস দিয়েও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আনতে পারেননি রোনাল্ডোরা।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

পুরো ম্যাচে গোলের লক্ষ্যে ২২টি শট নিলেও গোলরক্ষকের পরীক্ষা মাত্র তিনবার নিতে পেরেছে ইউনাইটেড। এতে পরিস্কার, ইংলিশ প্রিমিয়ার লিগে সিআরসেভেনের দীর্ঘ গোল খরা চলছে, এটা বলার উপায় নেই। ১৫ ফেব্রুয়ারি ব্রাইটনের বিপক্ষেই গোল পেয়েছেন। লিগে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রোনাল্ডোর দখলে রয়েছে ৯ গোল। কিন্তু এর মাত্র একটি এসেছে গত ৮ ম্যাচে। তাই তাকে নিয়ে চিন্তিত হতে হচ্ছে ম্যান ইউকে।

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরো সময় মাঠে কাটিয়ে দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচে গোলের জন্য হন্যে হয়ে ৯০ মিনিট দৌড়েও একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করে গোলশূন্য ড্র করতে বাধ্য হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। যদিও এ ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইউনাইটেডের। একটা সময় মনে হয়েছিল পল পগবার ইউনাইটেড পর্ব শেষ হয়ে গিয়েছে, সেই পগবা এদিন ম্যাচে মাতিয়ে দিলেন। ফ্রেড, মাতিচের সঙ্গে পগবা ও ব্রুনো ফার্নান্দেজকে দলে রাখায় মূল একাদশে ফরোয়ার্ড বলতে রোনাল্ডো ছিলেন। তাঁর সঙ্গী হিসেবে ছিলেন গত কয়েক ম্যাচে দারুণ ফর্মে থাকা অ্যান্থনি এলাঙ্গা। তাতে অবশ্য দিনের শেষ জয় তুলে আনতে পারল না ম্যান ইউ।

এ ম্যাচে রোনাল্ডোকে তার পরিচিত জায়গা ডান প্রান্তেই খেলতে দেখা যায়। রোনাল্ডোকে ডিফেন্ডার টেনে নিয়ে বক্সের সামনে সতীর্থের জন্য জায়গা বের করে দিতে দেখা গিয়েছে বেশ কয়েকবার। কিন্তু কখনো ফার্নান্দেজ, কখনো মাতিচরা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। রোনাল্ডো নিজেও অনেক গুলি গোলের সুযোগ নষ্ট করেন। ফলে ম্যাচের বড় একটা অংশ বল দখলে রেখে এবং প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ পাস দিয়েও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আনতে পারেননি রোনাল্ডোরা।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

পুরো ম্যাচে গোলের লক্ষ্যে ২২টি শট নিলেও গোলরক্ষকের পরীক্ষা মাত্র তিনবার নিতে পেরেছে ইউনাইটেড। এতে পরিস্কার, ইংলিশ প্রিমিয়ার লিগে সিআরসেভেনের দীর্ঘ গোল খরা চলছে, এটা বলার উপায় নেই। ১৫ ফেব্রুয়ারি ব্রাইটনের বিপক্ষেই গোল পেয়েছেন। লিগে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রোনাল্ডোর দখলে রয়েছে ৯ গোল। কিন্তু এর মাত্র একটি এসেছে গত ৮ ম্যাচে। তাই তাকে নিয়ে চিন্তিত হতে হচ্ছে ম্যান ইউকে।

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের