০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশিষ্ট শিক্ষাবিদ ও কেরলের মুসলিম লিগ নেতা হায়দার আলি শিহাব থাঙ্গালের ইন্তেকাল

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 15

পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার ইন্তেকাল করলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সভাপতি এবং বিশিষ্ট আধ্যাত্মিক নেতা পানাক্কাড় সৈয়দ হায়দার আলি শিহাব থাঙ্গাল (ইন্না লিল্লাহে..) ৭৪ বছর বয়সে মারা গেছেন। থাঙ্গাল গত কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। এর্নাকুলাম জেলার আঙ্গামালির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। থাঙ্গাল কংগ্রেস-নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টেরও একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও কেরলের মুসলিম লিগ নেতা হায়দার আলি শিহাব থাঙ্গালের ইন্তেকাল

তিনি কেরলের মুসলিম স্কলারদের একটি প্রভাবশালী সংস্থা সমস্থা কেরল জামিয়্যাতুল উলেমার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মালাপ্পুরম-ভিত্তিক পানাক্কাড় থাঙ্গাল পরিবারের সবচেয়ে সিনিয়র সদস্য ছিলেন তিনি। ঐতিহ্যগতভাবে আইইউএমএল রাজনীতি করে আসছে এই পরিবার। মুসলিম লিগের বিভিন্ন জনমুখী কাজে প্রভূত অবদান রেখেছেন তিনি। বড় ভাই সাইয়েদ মোহাম্মেদালি শিহাব থাঙ্গালের মৃত্যুর পর থাঙ্গাল ২০০৯ সালে মুসলিম লিগের সভাপতি হন ।

বিশিষ্ট শিক্ষাবিদ ও কেরলের মুসলিম লিগ নেতা হায়দার আলি শিহাব থাঙ্গালের ইন্তেকাল

মুসলিম গিল সংগঠন ছাড়াও তিনি বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত আল-হুদা অ্যাকাডেমি কেরলের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুর ‘বরে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, ‘দেশ একজন শিক্ষানুরাগী ও গুণীব্যক্তিকে হারালো। কেরলের মুখ্যমন্ত্রী  পিনরাই বিজয়ন, বিধানসভার বিরোধী দলনেতা সহ একাধিক রাজনৈতিক নেতা থাঙ্গালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। কেরল ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে তাঁর উন্নয়নের ধারা ছড়িয়ে পড়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশিষ্ট শিক্ষাবিদ ও কেরলের মুসলিম লিগ নেতা হায়দার আলি শিহাব থাঙ্গালের ইন্তেকাল

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার ইন্তেকাল করলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সভাপতি এবং বিশিষ্ট আধ্যাত্মিক নেতা পানাক্কাড় সৈয়দ হায়দার আলি শিহাব থাঙ্গাল (ইন্না লিল্লাহে..) ৭৪ বছর বয়সে মারা গেছেন। থাঙ্গাল গত কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। এর্নাকুলাম জেলার আঙ্গামালির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। থাঙ্গাল কংগ্রেস-নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টেরও একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও কেরলের মুসলিম লিগ নেতা হায়দার আলি শিহাব থাঙ্গালের ইন্তেকাল

তিনি কেরলের মুসলিম স্কলারদের একটি প্রভাবশালী সংস্থা সমস্থা কেরল জামিয়্যাতুল উলেমার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মালাপ্পুরম-ভিত্তিক পানাক্কাড় থাঙ্গাল পরিবারের সবচেয়ে সিনিয়র সদস্য ছিলেন তিনি। ঐতিহ্যগতভাবে আইইউএমএল রাজনীতি করে আসছে এই পরিবার। মুসলিম লিগের বিভিন্ন জনমুখী কাজে প্রভূত অবদান রেখেছেন তিনি। বড় ভাই সাইয়েদ মোহাম্মেদালি শিহাব থাঙ্গালের মৃত্যুর পর থাঙ্গাল ২০০৯ সালে মুসলিম লিগের সভাপতি হন ।

বিশিষ্ট শিক্ষাবিদ ও কেরলের মুসলিম লিগ নেতা হায়দার আলি শিহাব থাঙ্গালের ইন্তেকাল

মুসলিম গিল সংগঠন ছাড়াও তিনি বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত আল-হুদা অ্যাকাডেমি কেরলের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুর ‘বরে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, ‘দেশ একজন শিক্ষানুরাগী ও গুণীব্যক্তিকে হারালো। কেরলের মুখ্যমন্ত্রী  পিনরাই বিজয়ন, বিধানসভার বিরোধী দলনেতা সহ একাধিক রাজনৈতিক নেতা থাঙ্গালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। কেরল ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে তাঁর উন্নয়নের ধারা ছড়িয়ে পড়েছিল।